শনিবার, ১৩ জুন, ২০২০ ০০:০০ টা
অন্য খবর

৭২৩ বছরের কারাদন্ড

৭২৩ বছরের কারাদন্ড

এপিচার্ট বোয়োর্নব্যানচারাক এবং প্রাপাসারন। দুটি রেস্তোরাঁ বিজ্ঞাপন দিয়েছিল তাদের কাছে সামুদ্রিক প্রাণীর সুস্বাদু সব রেসিপি পাওয়া যায়। সে সব পদ এশবার খেলে মুখে লেগে থাকবে। বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রি বাড়ানোর চেষ্টা করেছিল এই দুটি ওরস্তোরাঁ। কিন্তু তাদের বিপনন টিকলো না। বরং এই বিজ্ঞাপন দেখে এগিয়ে এলো পুলিশ। রেস্তোরাঁয় সামুদ্রিক প্রাণী রাখার অভিযোগে মামলা হল। থাইল্যান্ডের ওই দুটি রেস্তোরাঁর মালিককে ৭২৩ বছর করে কারাদ- দেয় আদালত। দুই রেস্তোরাঁর মালিকের এমন সাজার কথা শুনে হইচই পড়ে গিয়েছে থাইল্যান্ডে।

পাবলিক প্রসিকিউটর দাবি করেন, এভাবে বিজ্ঞাপন দিয়ে সামুদ্রিক প্রাণীর রেসিপি বিক্রি করা বেআইনি। থাইল্যান্ডের আইন অনুযায়ী ওই দুই রেস্তোরাঁ মালিকের শান্তি ঘোষণা করেন বিচারক। দুজন মালিককে ৭২৩ বছর করে কারাদে র নির্দেশ দেন বিচারক। তার পরই শাস্তি নিয়ে প্রশ্ন উঠতে থাকে। পরিস্থিতি বেগতিক দাঁড়ালে বিচারক এমন শাস্তির সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন। থাইল্যান্ডে ২০ বছরের ওবশি কারাদ-ের শাস্তি দেওয়া যায় না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর