রবিবার, ১৪ জুন, ২০২০ ০০:০০ টা

বর্ণবাদ রুখতে স্কাউট প্রতিষ্ঠাতার মূর্তি সরাল যুক্তরাজ্য

যুক্তরাজ্য প্রতিনিধি

বর্ণবাদ রুখতে স্কাউট প্রতিষ্ঠাতার মূর্তি সরাল যুক্তরাজ্য

যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গের মৃত্যুর প্রতিবাদ দেশটি পেরিয়ে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। ব্রিটেনেও চলছে বিক্ষোভ। গত রবিবার পশ্চিম ইংল্যান্ডের ব্রিস্টলে ১৭ শতাব্দীর দাস ব্যবসায়ী অ্যাডওয়ার্ড কলস্টনের একটি মূর্তি টেনে এনে বন্দরে ফেলে দিয়েছে বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার এটি উদ্ধার করা হয়। স্থানীয় কাউন্সিল জানিয়েছে, এটি একটি জাদুঘরে রাখা হবে। এবার এরই ধারাবাহিকতায় স্কাউটের প্রতিষ্ঠাতা রবার্ট বাডেন পাওয়েলের (বিপি) একটি মূর্তি সরিয়ে ফেলল যুক্তরাজ্য। বাডেন পাওয়েলের বিরুদ্ধে বর্ণবাদের সমর্থন দেওয়ার অভিযোগ উঠেছে। রয়টার্স জানিয়েছে, জর্জ ফ্লয়েডের মৃত্যুর ফলে ছড়িয়ে পড়া বর্ণবাদবিরোধী বিক্ষোভের ফলে রবার্ট বাডেন পাওয়েলের স্মৃতিসৌধটি সরিয়ে ফেলবে দক্ষিণ ইংল্যান্ড। যুক্তরাষ্ট্র এবং ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের ফলে ব্রিটেনে অতীতের সাম্রাজ্যবাদীদের স্মৃতিচিহ্ন সম্পর্কে নতুন করে একটি বিতর্কের জন্ম দিয়েছে। আর সমালোচকরা বলছেন, তিনি বর্ণবাদী মতামত রাখতেন এবং তিনি অ্যাডলফ হিটলার এবং ফ্যাসিবাদের সমর্থক ছিলেন।

সর্বশেষ খবর