রবিবার, ১৪ জুন, ২০২০ ০০:০০ টা

এবার কানাডায় আদিবাসী নেতাকে নির্যাতন

কানাডায় আদিবাসী নেতাকে আটকের সময় পুলিশি নির্যাতনের ভিডিও প্রকাশ হওয়ার পর দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে কানাডার পুলিশ বাহিনীতে বিদ্যমান পদ্ধতিগত বর্ণবাদের বিষয়টিও ফের সামনে এসেছে। ভিডিওটি তিন মাস আগের বলে গতকাল বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়েছে। ভিডিওতে দেখা যায়, গত ১০ মার্চ আলবার্টার ফোর্ট ম্যাককারি থেকে আথাবাস্কা চিপেওয়ান ফার্স্ট নেশনের প্রধান ও আদিবাসী নেতা অ্যালান অ্যাডামকে আটক করে পুলিশ। সে সময় রয়াল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) এক কর্মকর্তা অ্যাডামকে মাটিতে ফেলে একের পর এক ঘুষি মারতে থাকেন।

জর্জ ফ্লয়েড নামে এক নিরস্ত্র কৃষ্ণাঙ্গ ব্যক্তিতে হত্যার জেরে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া পুলিশি নিপীড়ন ও বর্ণবাদবিরোধী বিক্ষোভের ঢেউ লেগেছে প্রতিবেশী কানাডাতেও। দেশটিতে পুলিশ বাহিনীতে সংস্কারের দাবি উঠেছে ইতিমধ্যে। এমন পরিস্থিতিতে আদিবাসী নেতা অ্যাডামকে মারধরের ভিডিও প্রকাশিত হলো। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, এই ঘটনার ‘শেষ দেখে ছাড়বেন তিনি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর