রবিবার, ১৪ জুন, ২০২০ ০০:০০ টা

সাহস দেখাল নেপাল

নতুন মানচিত্র অন্তর্ভূক্ত করে পার্লামেন্টে বিল পাস

ভারতের প্রবল আপত্তিকে উপেক্ষা করে নেপালের পার্লামেন্টে পাস হলো সংবিধান সংশোধনী বিল। দুই-তৃতীয়াংশ এমপির ভোটে এই বিল পাস হওয়ার ফলে ভারতীয় ভূখন্ডের কিছু অংশ নিজেদের মানচিত্রে পাকাপাকিভাবে জায়গা করে দিল ওলি সরকার। গতকাল দুপুরে এই বিল পাস হওয়ার সময়ে ২৭৫ আসন বিশিষ্ট নেপাল পার্লামেন্টে পক্ষে  ভোট পড়েছে ২৫৮টি। নেপালের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গতকাল বিলটি পাস করাতে খুব একটা কাঠখড় পোহাতে হয়নি নেপালের শাসকদলকে। কারণ, আগে  থেকেই এ বিষয়ে দেশের বিরোধীদল নেপাল কংগ্রেসের সঙ্গে আলোচনা করে ছিল প্রধানমন্ত্রী ওলির দল। সেই অনুযায়ী গতকাল এই বিল পাসে সমর্থন দিয়েছে তারা। জায়গা নিয়ে বিতর্কের সূত্রপাত হয়, কিছুদিন আগে। উত্তরাখ- থেকে মানস সরোবর পর্যন্ত একটি রাস্তা তৈরি করছিল ভারত। তাতেই বাধা দিচ্ছিল নেপাল। ক্ষমতাসীন ওলি সরকারের দাবি ছিল, যে তিনটি জায়গার ওপর দিয়ে এই রাস্তা তৈরি হচ্ছে সেই কালাপানি, লিপুলেখ ও লিম্পুয়াধুরা নেপালের এলাকা। বিষয়টি শুধুমাত্র আলোচনার স্তরে না রেখে দেশের নতুন মানচিত্রও তৈরি করে ফেলে তারা। এমন কী পার্লামেন্টে তা পাসও করিয়ে নেয়। এরপর শুধু দরকার ছিল দেশের সংবিধানে সংশোধন করা। বেশ কিছুদিন ধরে এই বিষয়টি নিয়ে টানাপড়েন চলার পর গতকাল সংবিধান সংশোধনী বিল পাস করানো হলো।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর