রবিবার, ১৪ জুন, ২০২০ ০০:০০ টা

‘চীনের সঙ্গে লড়াইয়ে ভারতের পাশে আমেরিকা’

সীমান্ত নিয়ে চীনের সঙ্গে ভারতের যে টানাপড়েন বা লড়াই চলছে- তাতে সবসময় নয়াদিল্লির পাশেই আছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। গতকাল টুইট করে একথা জানালেন মার্কিন কূটনীতিবিদ অ্যালেস জি ওয়েলস। ভারতের সার্বভৌমত্বের উপর চীন আঘাত হানার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন তিনি। তিনি টুইটে বলেন, ধারাবাহিকভাবে ভারতের সার্বভৌমত্বের উপর আঘাত আনার চেষ্টা করছে চীন। এই বিষয় নিয়ে তাদের সঙ্গে ভারতের যে লড়াই চলছে তাতে সবসময় নয়াদিল্লির পাশেই রয়েছে ওয়াশিংটন।

এর আগেও এ বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন প্রাক্তন মার্কিন শীর্ষ আমলা অ্যালিস। গত মাসেই চীনের আচরণকে উস্কানিমূলক ও বিরক্তকর বলে উল্লেখ করেছিলেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর