সোমবার, ১৫ জুন, ২০২০ ০০:০০ টা

মোদির নেতৃত্বে জম্মু-কাশ্মীরের ভাগ্য বদলে যাবে : রাজনাথ

কলকাতা প্রতিনিধি

মোদির নেতৃত্বে জম্মু-কাশ্মীরের ভাগ্য বদলে যাবে : রাজনাথ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে খুব শিগগির জম্মু-কাশ্মীরের ভাগ্য বদলে যাবে এই আশা করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। গতকাল দিল্লি থেকে ভার্চুয়াল র‌্যালির মাধ্যমে জম্মু ও কাশ্মীরের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী এই মন্তব্য করেন। তার অভিমত মোদিজির নেতৃত্বে জম্মু-কাশ্মীর এক নতুন উচ্চতায় পৌঁছে যাবে, আর তখন পাক শাসিত কাশ্মীরের মানুষরাও ভারতের সঙ্গে যুক্ত হতে চাইবে।

জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ এবং ৩৫এ ধারা বিলোপের প্রসঙ্গটি উত্থাপন করেন প্রতিরক্ষামন্ত্রী এদিন বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্যই হলো জম্মু-কাশ্মীরের উন্নয়ন। আগামী পাঁচ বছরে জম্মু-কাশ্মীরের চিত্র এতটাই পাল্টে যাবে যে পাকিস্তান শাসিত কাশ্মীরের মানুষদের মনে এই ধারণা জন্মাবে যে ভারতের সঙ্গে থাকলে এতদিনে আমাদেরও অনেক উন্নয়ন হতো। ভবিষ্যতে কি হয় তা দেখার জন্য একটু অপেক্ষা করুন। পাকশাসিত মানুষের মধ্যেও আওয়াজ উঠবে যে আমরা ভারতের সঙ্গে থাকতে চাই, পাকিস্তানের কব্জায় থাকব না। আর যেদিন এটা হবে- সেদিন আমাদের সংসদের লক্ষ্য পূরণ হবে।’  তিনি বলেন, ‘আগে একটা সময় জম্মু-কাশ্মীরে ‘আজাদি’র স্লোগান উঠত, পাকিস্তান ও আইএসআইএস-এর পতাকা উড়ত। কিন্তু এখন সেখানে কেবলমাত্র ভারতের পতাকা দেখা যায়।’  লাদাখে চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনা নিয়েও মুখ খুলেছেন রাজনাথ সিং। তিনি বলেন, ‘এই সময় ভারত ও চীনের মধ্যে একটা বিবাদ চলছে। সীমান্ত বিবাদ মেটাতে বর্তমানে মিলিটারি পর্যায়ে আলোচনা চলছে। আলোচনার মাধ্যমে সীমান্ত বিবাদ মিটানোর জন্য চীন সরকারও ইচ্ছা প্রকাশ করেছে। আমাদের লক্ষ্যও হলো কূটনৈতিক ও মিলিটারি পর্যায়ে আলোচনার মাধ্যমে সীমান্ত বিবাদ মিটিয়ে ফেলা।’ এ সময় বিরোধী দলকে নিশানা করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমরা কোনো পরিস্থিতিতেই ভারতের আত্মমর্যাদার সঙ্গে কোনো আপস করব না।

সর্বশেষ খবর