সোমবার, ১৫ জুন, ২০২০ ০০:০০ টা

পেনশনের অর্থ পেতে শতবর্ষী মাকে টেনে ব্যাংকে হাজির

কলকাতা প্রতিনিধি

পেনশনের রুপি তুলতে ১২০ বছর বয়সী মাকে খাটিয়া সমেত টেনে ব্যাংকে হাজির করলেন তার ৬০ বছর বয়সী মেয়ে। অত্যন্ত মর্মস্পর্শী এই ঘটনাটি ভারতের ওড়িষ্যার নুয়াপাড়া জেলার খাড়িয়ার ব্লকের অধীন বরগাঁও গ্রামের। সোশ্যাল মিডিয়ার কারণে ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে। আর ঘটনাটি সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক।

গ্রামবাসীরা জানিয়েছেন গত ১০ জুন বরগাঁও গ্রামের বাসিন্দা গুঞ্জা দেই সিকা তার শতবর্ষ বয়সী অতিবৃদ্ধ শয্যাশায়ী মা লাভে বাঘেলকে খাটিয়ায় শুইয়ে গ্রামের কাঁচা রাস্তা ধরে সেই খাট টানতে টানতে স্থানীয় উৎকল গ্রামীণ ব্যাংকে যান। সেখানে মাসিক পেনশন বাবদ ১৫০০ রুপি তুলতে যান মা ও মেয়ে। 

অভিযোগ ৯ জুন সকালে ব্যাংকে গেলে গুঞ্জা দেই-কে উৎকল ব্যাংকের ম্যানেজার অজিত প্রধান জানান অ্যাকাউন্ট যাচাইয়ের জন্য মালিককে সশরীরে ব্যাংকে হাজির হতে হবে, না হলে পেনশনের অর্থ দেওয়া যাবে না। ফলে নিরুপায় হয়েই পরদিন শয্যাশায়ী মাকে খাটিয়াতে শুইয়েই সেই খাটিয়া টানতে টানতে ৪০০ মিটার দূরে ব্যাংকে হাজির হন মেয়ে।

সর্বশেষ খবর