মঙ্গলবার, ১৬ জুন, ২০২০ ০০:০০ টা

ইরানে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

ইরানে করোনায় আবারো মৃতের সংখ্যা বেড়েছে। গতকাল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় দেশটিতে এ ভাইরাসে ১০৭ জনের মৃত্যু হয়েছে। এটি দেশটিতে গত দুই মাসের মধ্যে করোনায় একদিনে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড। টেলিভিশনে দেওয়া ঘোষণায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি বলেন, তিন ডিজিটের পরিসংখ্যানটি ঘোষণা করা আমাদের জন্য খুব বেদনাদায়ক ছিল।

মাননীয় মন্ত্রী যেমন বলে গেছেন, এই ভাইরাসটি অনাকাক্সিক্ষত। নাগরিকদের স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জমায়েত না হওয়া ও ভ্রমণে না যাওয়ার পরামর্শ দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দুই ডিজিট এবং পরবর্তীতে এক ডিজিটে নেমে আসবে। এর আগে সর্বশেষ গত ১৩ এপ্রিল করোনায় একদিনে শতাধিক মানুষের মৃত্যুর খবর জানায় ইরানের কর্তৃপক্ষ। ওই সময়ে মৃতের সংখ্যা ছিল ১১১। করোনা পরিস্থিতির আপাতত উন্নতির প্রেক্ষিতে গত এপ্রিলের মাঝামাঝি সময় থেকে লকডাউন শিথিল করতে শুরু করে ইরান। তবে শনিবার প্রেসিডেন্ট হাসান রুহানি জানিয়েছেন, লোকজন যদি স্বাস্থ্যবিধি মেনে না চলে তাহলে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হবে। আনাদোলু এজেন্সি।

সর্বশেষ খবর