মঙ্গলবার, ১৬ জুন, ২০২০ ০০:০০ টা

ফ্রান্সে বিধিনিষেধ শিথিল

করোনাভাইরাস মহামারী মোকাবিলায় দেশজুড়ে জারি করা বিধিনিষেধের মধ্যে কয়েকটি তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল থেকে ফ্রান্সজুড়ে ক্যাফে ও  রেস্তোরাঁ খোলা যাবে এবং ইউরোপের অন্যান্য দেশে ভ্রমণেরও অনুমতি দেওয়া হবে। এছাড়াও, এত দিন লকডাউনের ফলে অনেকেই বৃদ্ধাশ্রমে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারেননি। অনেকে কভিড-১৯ আক্রান্ত হয়ে মারাও গেছেন। তাই এই ঘোষণার মধ্য দিয়ে ফ্রান্সের মানুষ বৃদ্ধাশ্রমে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারবেন। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ম্যাক্রোঁ বলেন, ফ্রান্স তার ‘প্রথম বিজয়’ অর্জন করেছে; কিন্তু ভাইরাস আবার ফিরে আসতে পারে বলে সতর্কও করেছেন।

ম্যাক্রোঁ বলেন, এর মানে এই নয় যে ভাইরাসটি চলে গেছে আর আমরা আমাদের সব সতর্কতা ঝেড়ে ফেলতে পারব। ২০২০ সালের গ্রীষ্ম অন্য কোনো গ্রীষ্মের মতো হবে না এবং মহামারী আরও শক্তিশালী হয়ে ফিরে আসে কি না তার প্রস্তুতি নেওয়ার জন্য এর বিবর্তনের দিকে আমাদের  খেয়াল রাখতে হবে। চলতি মাসের প্রথমদিকে ফ্রান্সের কয়েকটি অংশে সামাজিক দূরত্ব বিধি কার্যকর রেখে রেস্তোরাঁ, হোটেল ও ক্যাফে খোলার অনুমতি দেওয়া হয়েছিল। গতকাল থেকে প্যারিস অঞ্চলের জন্যও এমন অনুমতি কার্যকর হবে বলে নিশ্চিত করেছেন ম্যাক্রোঁ। ফ্রান্সের রাজধানীতেই দেশটির সবচেয়ে বেশি কভিড-১৯  রোগী শনাক্ত হয়েছে। এদিকে ফ্রান্সের কিছু স্কুল বাদে অন্যান্য স্কুল ২২ জুন থেকে খুলবে বলেও জানিয়েছেন তিনি। করোনাভাইরাসে ফ্রান্সে ২৯ হাজার ৪০০ জনেরও  বেশি লোকের মৃত্যু হয়েছে এবং দেশটিতে শনাক্ত আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৪ হাজার ছাড়িয়ে গেছে। তবে সম্প্রতি নতুন সংক্রমণের সংখ্যা হ্রাস পেয়েছে।

সর্বশেষ খবর