বুধবার, ১৭ জুন, ২০২০ ০০:০০ টা

পুলিশি আচরণ ঢেলে সাজাতে প্র্রেসিডেন্ট ট্রাম্পের আদেশ

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

পুলিশি আচরণ ঢেলে সাজাতে প্র্রেসিডেন্ট ট্রাম্পের আদেশ

পুলিশি বর্বরতা এবং পুলিশের বর্ণবিদ্বেষমূলক আচরণ বন্ধের দাবিতে চলমান গণআন্দোলনের মুখে কংগ্রেসে একটি বিল উঠেছে গত সপ্তাহে। সেই বিল নিয়ে ডেমোক্রেট ও রিপাবলিকানরা আলোচনা-বিতর্ক চালাচ্ছেন। জর্জ ফ্লয়েডের পর গত শুক্রবার রাতে পুলিশের গুলিতে আটলান্টায় আরেক কৃষ্ণাঙ্গ যুবকের প্রাণ ঝরেছে। এর ফলে গণআন্দোলনে নয়া মাত্রা যোগ হয়েছে। এ অবস্থায় মিনিয়াপলিস, নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, সিয়াটল, আটলান্টা প্রশাসন কর্তৃক পুলিশ বাহিনীর আচরণে কিছু পরিবর্তনের নয়া নির্দেশ জারি করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার বিকালে সাংবাদিকদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে জানিয়েছেন, মঙ্গলবারের (গতকাল) মধ্যেই পুলিশি আচরণ-আলোকে একটি নির্বাহী আদেশ জারি করবেন। বিস্তারিত কিছু উল্লেখ না করে ট্রাম্প শুধু বলেছেন, গত মাস থেকেই আমরা গভীর মনোযোগের সঙ্গে দেখছি, আমরা উদ্ভূত পরিস্থিতির সমাধান করতে পারি। যা হতে পারে সবার জন্যই মঙ্গলের। পুলিশ বাহিনীর আচরণ সম্পর্কিত প্রশিক্ষণে নীতিগত সংস্কারেরও পরিকল্পনা রয়েছে ট্রাম্পের। এ ছাড়া, পুলিশে ভর্তির জন্য বাছাই পরিক্রমাও ঢেলে সাজানো হচ্ছে। তারা যে, জনগণের নিরাপত্তার রক্ষকÑ এটি ভালোভাবে অনুধাবন করতে হবে। অভিযুক্ত কাউকে গ্রেফতারের সময় কোনোভাবেই এমন কোনো আচরণ করা যাবে না, যার করুণ পরিণতি দেখতে হয় সবাইকে। উল্লেখ্য, ২৫ মে মিনিয়াপলিস সিটি পুলিশের হাতে জর্জ ফ্লয়েড (৪৬) নির্মমভাবে নিহত হওয়ার পরই আমেরিকায় সৃষ্ট আন্দোলন সারা বিশ্বে বিস্তৃত হয়েছে। ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ ব্যানারের এই আন্দোলনে পুলিশ বাহিনী বিলুপ্তির স্লোগানও উঠেছে। এ ছাড়া, পুলিশের জন্য বরাদ্দ একেবারেই কমিয়ে ফেলার কথাও বলছেন বিক্ষোভকারীরা। বর্ণবাদবিরোধী এই বিক্ষোভের মধ্যেই গত শুক্রবার রাতে আটলান্টায় ২৭ বছর বয়সী কৃষ্ণাঙ্গ যুবক র‌্যাশ্রেড ব্রুকস একই নির্মমতার শিকার হয়েছেন শ্বেতাঙ্গ দুই পুলিশ অফিসারের হাতে। প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণের প্রতিনিধিত্বকারী লোকজনের মতামত সংগ্রহ করেছেন বলে হোয়াইট হাউস উল্লেখ করেছে। তার ভিত্তিতেই তিনি পুলিশ বাহিনীর আচরণকে সুশাসনের পরিপূরক করতে আগ্রহী। বর্ণবাদবিরোধী আন্দোলনের টার্গেট পুলিশ যাতে আর না হয় সে জন্য ট্রাম্প বিশেষ একটি নির্দেশ জারির কথা ভাবছেন। এদিকে, নিউইয়র্ক স্টেট পার্লামেন্টে গত সপ্তাহে পাস হওয়া একটি বিল অনুযায়ী এখানকার পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যের কার্যক্রম নাগরিকরা জানতে পারবেন অর্থাৎ সব কিছু অনলাইনে থাকবে। এর ফলে পুলিশ অফিসাররা সব সময় সতর্ক থাকবেন নিজের ব্যাপারে। এ বিষয়ে নিউইয়র্কের পুুলিশ কমিশনার ডারমট শিয়া বলেছেন, সাদা পোশাকের ‘এন্টি-ক্রাইম ইউনিট’-এর ৬০০ অফিসারের ডিউটি এখন ঢেলে সাজানো হবে। তারা ডিটেকটিভ ব্যুরো, কমিউনিটির লোকজনের মধ্যে সচেতনতা তৈরিসহ অন্যান্য এসাইনমেন্ট পাবেন। চলতি পথে কাউকে থামিয়ে জিজ্ঞাসাবাদের বহুল বিতর্কিত/সমালোচিত বিধিটি আর কার্যকর থাকবে না। ৮ বছরের এক শিশুকে হাতকড়া পরানোর অভিযোগ রয়েছে নিউইয়র্ক পুলিশের বিরুদ্ধে। তেমন পরিস্থিতি আর যাতে না ঘটে সে ব্যাপারে সবাই সজাগ থাকবেন।

এদিকে, আটলান্টার মেয়র কিশা ল্যান্স বটমস সোমবার সিটি পুলিশের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে নতুন ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, প্রশিক্ষণের আমূল পরিবর্তন করতে হবে। তাহলেই পুলিশের বিরুদ্ধে অকথ্য আচরণের অভিযোগ হ্রাস পাবে।

সর্বশেষ খবর