শিরোনাম
বুধবার, ১৭ জুন, ২০২০ ০০:০০ টা

এশিয়া-আমেরিকাকে সতর্ক করল ডব্লিউএইচও

এশিয়া-আমেরিকাকে সতর্ক করল ডব্লিউএইচও

বিশ্বজুড়ে করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছেই। গত ১৪ দিন ধরে সারা পৃথিবীতে প্রতিদিন লক্ষাধিক মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছেন। আর এই আক্রান্তের হার  সবচেয়ে বেশি দক্ষিণ এশিয়া ও আমেরিকায়। বিশেষ করে এই দুই অঞ্চলের দেশগুলোকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস এমন তথ্য দিয়ে এসব দেশকে সতর্ক করে বলেছেন, ‘যে  দেশগুলো করোনার সংক্রমণ ঠেকাতে সক্ষম হয়েছে বা যেসব দেশে তা নিয়ন্ত্রণে এসেছে, তাদেরও পুনরায় ভাইরাসটির সংক্রমণ শুরু হওয়ার বিষয়টি সম্পর্কে সতর্ক থাকতে হবে।’ ডব্লিউএইচও মহাপরিচালক বলেন, ‘প্রাদুর্ভাব শুরুর পর বিশ্বজুড়ে এক লাখ মানুষের দেহে ভাইরাসটি সংক্রমিত হতে সময় লেগেছিল দুই মাসের বেশি। কিন্তু এখন সেটা প্রাত্যহিক একটা ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন শনাক্তদের এক-তৃতীয়াংশই হচ্ছে দশটি দেশে; যার বেশির ভাগ দক্ষিণ এশিয়া ও আমেরিকার।’ দক্ষিণ এশিয়া ও আমেরিকার দেশগুলোকে সতর্ক করে দেওয়া ছাড়াও তিনি বলেন, ‘গত সপ্তাহে বেইজিংয়ে সংক্রমণে নতুন গুচ্ছের কথা জানায় চীন।

সর্বশেষ খবর