বুধবার, ১৭ জুন, ২০২০ ০০:০০ টা

লিয়াজোঁ অফিস গুঁড়িয়ে দিল উত্তর কোরিয়া

লিয়াজোঁ অফিস গুঁড়িয়ে দিল উত্তর কোরিয়া

দুই কোরিয়ার সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে উঠছে। দেশ দুটির মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই নিজেদের ভূখন্ডে অবস্থিত একটি যৌথ লিয়াজোঁ দফতর গুঁড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া। সীমান্তে সেনা পাঠানোর হুমকি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এ ঘটনা ঘটল। খবর বিবিসি। খবরে বলা হয়েছে, গতকাল স্থানীয় সময় বিকাল ৩টার কিছু আগে সেখানে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার সরকার। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা গতকাল জানিয়েছে, উত্তর কোরিয়ার ‘কায়সং ইন্ডাস্ট্রিয়াল পার্ক’-এর কাছাকাছি একটি লিয়াজোঁ অফিসে বিস্ফোরণ ঘটিয়েছে কিম জং উনের বাহিনী। এদিন সকালে প্রচন্ড শব্দে কেঁপে ওঠে এলাকাটি। ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। উল্লেখ্য, সিওলের সঙ্গে যৌথ উদ্যোগে এই পার্কটি বানিয়েছিল পিয়ংইয়ং। দুই দেশের মধ্যে নানা বিষয়ে আলোচনার জন্য সীমান্তে এই লিয়াজোঁ অফিসটি তৈরি করা হয়েছিল। এটিকে গুঁড়িয়ে দিয়ে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, গতকাল ওই লিয়াজোঁ কার্যালয়টি ‘মারাত্মক বিস্ফোরণে শোচনীয়ভাবে ধ্বংস হয়ে গেছে’।

সর্বশেষ খবর