বুধবার, ১৭ জুন, ২০২০ ০০:০০ টা

বর্ণবিদ্বেষ বিরোধী কমিশন হচ্ছে ব্রিটেনে

মার্কিন অশ্বেত যুবক জর্জ ফ্লয়েডের হত্যাকান্ডে চোখ খুলে দিয়েছে অনেকের। সতর্ক রাষ্ট্র নেতারা। তার প্রমাণও পাওয়া যাচ্ছে। বর্ণবাদবিরোধী বিপ্লব গোটা বিশ্বে ছড়িয়ে পড়ার আচের মধ্যেই বর্ণবিদ্বেষ বিরোধী কমিশন গঠনের   তোড়জোড় শুরু করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সোমবার জনসন ঘোষণা করে দেন, বর্ণবৈষম্যমূলক কোনোরকম কার্যকলাপ রুখতে ব্রিটেনে তৈরি হবে কমিশন। যে কমিশনের দায়িত্ব যে কোনো অসাম্যকে চিহ্নিত করে তা উপড়ে ফেলা। গত ২৫ মে আমেরিকার মিনিয়াপোলিসের রাস্তায় জর্জ ফ্লয়েড নামে যুবকের ঘাড় হাঁটু দিয়ে চেপে হত্যা করে শ্বেতাঙ্গ  পুলিশ। এই বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ আমেরিকা তো বটেই, আছড়ে পড়ে ইউরোপের দেশগুলোতে। বাদ পড়েনি ব্রিটেনও। লন্ডন ও অন্যান্য শহরে মিনিয়াপোলিস পুলিশের নৃশংস ভূমিকার প্রতিবাদে হাজার হাজার মানুষ মিছিল করেছেন। কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ সেই মিছিল তখনকার মতো রুখে দিতে পারলেও, প্রধানমন্ত্রী বরিস জনসন বেশ   টের পেয়েছিলেন এই প্রতিবাদের ঝাঁজ। বুঝতে  পেরেছিলেন, তার দেশেও এমন ঘটনা ঘটে গেলে হাতের বাইরে বেরিয়ে যেতে পারে। তাই তড়িঘড়ি তার ঘোষণা, ব্রিটেন বর্ণবিদ্বেষ বিরোধী কমিশন তৈরি হবে।

আন্তর্জাতিক এক সংবাদপত্রকে বরিস জনসন জানিয়েছেন, ‘শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রে অধিকার এবং অপরাধমূলক কাজকর্মের বিচারে যাতে কোনো বৈষম্য না হয়, সেদিকে নজর রাখবে নবগঠিত কমিশন।’

সর্বশেষ খবর