বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০ ০০:০০ টা

ল্যাটিন আমেরিকা থেকে করোনা দক্ষিণ এশিয়া অভিমুখে

ল্যাটিন আমেরিকা থেকে করোনা দক্ষিণ এশিয়া অভিমুখে

এশিয়া থেকে ইউরোপ হয়ে উত্তর ও দক্ষিণ আমেরিকা- এই গতিপথে করোনাভাইরাস প্রায় সাড়ে ৪ লাখ মানুষের জীবন নিয়েছে। বিশ্লেষণে উঠে এসেছে এবার ভাইরাসটির অভিমুখ ফের এশিয়ার দিকে ঘুরবে। বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ আমেরিকা থেকেই দক্ষিণ এশিয়ায় করোনার নতুন হটস্পট তৈরি হতে পারে। সাম্প্রতিক ভারত-পাকিস্তান-বাংলাদেশের পরিস্থিতি রীতিমতো চিন্তাজনক। দক্ষিণ এশিয়ায় সর্বাধিক করোনা আক্রান্ত ও মৃতের দেশ ভারত।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যানে গতকাল পর্যন্ত দক্ষিণ এশিয়ার পরিস্থিতি এমন। ভারত : আক্রান্ত ৩ লাখ ৫৫ হাজারের বেশি। মৃত ১২ হাজার। পাকিন্তান : আক্রান্ত প্রায় ১ লাখ ৫৫ হাজার। মৃত ২,৯৭৫ পার করেছে। বাংলাদেশ : আক্রান্ত ৯৮ হাজারের অধিক। মৃত ১৩০০ ছাড়িয়ে বাড়ছে। নেপাল : আক্রান্ত ৭১১৭ জনের বেশি, মৃত ২০ জন। শ্রীলঙ্কা : আক্রান্ত ১৯২৩ জনের বেশি, মৃত ১১ জন। মালদ্বীপ : করোনা সংক্রমিত রোগী ২০৯৪ পেরিয়েছে। মৃত ৮ জন। ভুটান : করোনায় মৃত্যুহীন গুটিকয়েক দেশগুলোর তালিকায় এখনো পর্যন্ত হিমালয়ের ড্রাগনভূমির নাম অতি আলোচিত। সংক্রমিত রোগীর সংখ্যা ৬৭ জন। আর দক্ষিণ আমেরিকার পরিসংখ্যান এমন। বিবিসি জানাচ্ছে ব্রাজিল, পেরু, চিলির মতো দেশগুলোতে সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। করোনায় মৃতের তালিকা অনুসারে বিশ্বে দ্বিতীয় স্থানে এসেছে ব্রাজিল। দেশটির নয় লাখের বেশি করোনা রোগী। মৃত ৪৪ হাজার পার করেছে। পেরুতে ২ লাখ ৩৮ হাজার আক্রান্ত। মৃত ৬০০০ পেরিয়েছে। চিলি : প্রায় দুই লাখ আক্রান্ত। মৃত ৩ হাজারের অধিক। এর পর পরই আসছে ইকুয়েডর, কলম্বিয়া, আর্জেন্টিনার পরিসংখ্যান। ইকুয়েডরে মৃত ৩০০০ জনের বেশি, কলম্বিয়ায় হাজার ছাড়িয়েছে। আর্জেন্টিনায় ৮০০ জনের  বেশি। বিবিসি রিপোর্টে উঠে এসেছে, মানচিত্র অনুসারে করোনাভাইরাসের সংক্রমণ অঞ্চল পরিবর্তনের দিকটি। ইউরোপ একসময় এর কেন্দ্র ছিল। কিন্তু এটা পরবর্তীতে উত্তর আমেরিকায় ধাবিত হয়। এখন এর কেন্দ্র দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকার পর ধারণা করা হচ্ছে দক্ষিণ এশিয়াই হবে করোনাভাইরাসের উপকেন্দ্র। ভারতে লকডাউনের পরও রোগীর সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে। পাকিস্তানে আবারও লকডাউনের কথা চলছে।

সর্বশেষ খবর