বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০ ০০:০০ টা

এলিয়েনের খোঁজ শুরু করছে চীন

এলিয়েনের খোঁজ শুরু করছে চীন

বারবার নিজেদের কাজ দিয়ে বিশ্বকে চমকে দিচ্ছে চীন। প্রত্যেকবার চীন এমন কিছু করছে যাতে সারা বিশ্বের নজর ঘুরে পড়ছে চীনের দিকে। এই মুহূর্তে চীনের সিদ্ধান্ত এবার এলিয়েনের (ভিন গ্রহের প্রাণী) সন্ধান শুরু করা হবে। এ জন্য বৃহত্তম টেলিস্কোপের সাহায্য নেওয়া হবে। এজন্য দেশটির এক্সট্রাটারেস্ট্রিয়াল ইন্টেলিজেন্সের বিজ্ঞানীরা প্রস্তুতি শুরু করেছেন। এসটিটির বিজ্ঞানীরা মহাকাশে এলিয়েনদের সন্ধানের জন্য ৫০০ মিটার অ্যাপারচার স্পেরিকাল  টেলিস্কোপ ব্যবহার করার পরিকল্পনা করেছেন। আনুষ্ঠানিকভাবে, এই বছরের সেপ্টেম্বর থেকে চীনা বিজ্ঞানীরা এলিয়েনের খোঁজ শুরু করবে। এই টেলিস্কোপ তৈরির কাজ শুরু হয়েছিল ২০১১ সালে। ২০১৬ সালে এই কাজ শেষ হয়। এই বছরের জানুয়ারি থেকে এই দূরবীণটি কাজ শুরু করেছিল। মার্চ মাসে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল কীভাবে এই  টেলিস্কোপ ব্যবহার করা হচ্ছে। চীনা বিজ্ঞানীরা সবার প্রথমে  রেডিও ফ্রিকোয়েন্সিগুলোর ফলে সৃষ্ট বাধাগুলো কীভাবে সরিয়ে ফেলা যায় তাঁর ওপর কাজ করবেন। যাতে মহাকাশ  থেকে পৃথিবীতে আগত এলিয়েনদের সংকেতগুলো খোঁজা যায়। চীনা বিজ্ঞানীরা দাবি করেছেন, তাঁরা এই টেলিস্কোপের সাহায্যে এলিয়েনদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হবেন। তারা পৃথিবীর দিকে আগত সব তরঙ্গ ফিল্টার করে দূরবর্তী স্থান থেকে আগত সংকেতগুলো শনাক্ত করার চেষ্টা করছে। চীনের এই প্রকল্পের সিনিয়র বিজ্ঞানী ঝাং টংজি জানিয়েছেন, এলিয়েনদের সন্ধানে তাঁদের মিশন শুরু হবে ২০২০ সালের সেপ্টেম্বরে। অর্থাৎ এ বছরই। এই খোঁজের কারণে বিশ্বের অন্যান্য প্রকল্পগুলোতে কোনো সমস্যা হবে না বলে জানানো হয়েছে।

সর্বশেষ খবর