বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০ ০০:০০ টা

১০ শতাংশ বেতন কম নেবেন লন্ডন মেয়র

১০ শতাংশ বেতন কম নেবেন লন্ডন মেয়র

করোনাভাইরাসের ‘বিপর্যয়কর’ প্রভাবের জেরে সরকারি অর্থের ব্যয় হ্রাসের প্রচেষ্টার অংশ হিসেবে ১০ শতাংশ বেতন কম নেওয়ার ঘোষণা দিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। তার এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে গতকাল এক টুইট বার্তায় জানিয়েছেন তিনি। এদিকে, ব্যয় সংকোচনের প্রচেষ্টার অংশ হিসেবে মেয়র খানের সরাসরি রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত ১৫ জন কর্মকর্তার বেতনও হ্রাস পাবে বলে খবরে বলা হয়েছে। করোনার কারণে দ্য গ্রেটার লন্ডন অথরিটি-লন্ডনের আঞ্চলিক শাসক সংস্থা যার দায়িত্বে আছেন সাদিক খান-আগামী দুই বছর ৪৯৩ মিলিয়ন পাউন্ডের বাজেট ঘাটতির মুখে পড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। মূলত করোনায় বিজনেস রেট ও কাউন্সিল কর আয়ে অভূতপূর্ব ক্ষতির কারণে শহর নিয়ন্ত্রক সংস্থাটি এ সমস্যার সম্মুখীন হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এ পূর্বাভাস পাওয়ার পরিপ্রেক্ষিতেই মেয়র হিসেবে নিজের বেতন কর্তনের ওই সিদ্ধান্ত সাদিক খান নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। টুইটে লন্ডন মেয়র বলেন, ‘এই চরম কঠিন সময়ে আমাদের শহরের ফ্রন্টলাইন সেবাগুলো সুরক্ষিত রাখার আমার সাধ্যমতো সবকিছু করার প্রতিজ্ঞা করছি আমি।’ সংকট মোকাবিলায় দেশজুড়ে স্থানীয় ও আঞ্চলিক কর্তৃপক্ষগুলোকে সহায়তার জন্য বরিস জনসন সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।

খবর সিএনএন

সর্বশেষ খবর