বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০ ০০:০০ টা

জার্মানিতে করোনায় আরও ৩০ জনের মৃত্যু

ইউরোপের দেশ জার্মানিতে নভেল করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা হঠাৎ করে কিছুটা বেড়েছে। দেশটির জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র দ্য রবার্ট কুক ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও অন্তত ৩০ জন এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন। এতে সেখানে এখন পর্যন্ত করোনায় প্রাণ গেছে অন্তত ৮,৮৩০ জনের।  জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের তথ্যানুসারে, মঙ্গলবার একদিনে জার্মানিতে আরও ৩৪৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। এতে সেখানে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ১ লাখ ৮৭ হাজার ১৮৪ জন। এদিকে, ৫৭ জন নতুন করোনা রোগী শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে দেশটির রাজধানী বার্লিনের একটি ঘনবসতিপূর্ণ এলাকার ৩০০-এর বেশি বাড়ি কোয়ারেন্টাইন করা হয়েছে। এলাকাটির একজন বাসিন্দার বরাতে মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, কোয়ারেন্টাইনে নওকোলন নামে ওই এলাকার সাতটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের ওপর প্রভাব পড়েছে।  সূত্র : সিএনএন

সর্বশেষ খবর