শুক্রবার, ১৯ জুন, ২০২০ ০০:০০ টা
চীনা গবেষকদের দাবি

টয়লেটের ফ্লাশ থেকেও ছড়াতে পারে করোনা

টয়লেটের ফ্লাশ থেকেও ছড়াতে পারে করোনা

বেশির ভাগ মানুষই টয়লেট ব্যবহারের পর ঢাকনা বন্ধ না করেই কমোড ফ্লাশ করেন। তবে করোনার এই কালে সাবধান কারণ চীনের ইয়াংজু বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দাবি করা হয়েছে, করোনাভাইরাস মানুষের পরিপাকতন্ত্রে বেঁচে থাকতে পারে এবং আক্রান্তের মল থেকে তা বাতাসে ছড়িয়ে পড়তে পারে। ফিডিক্স অব ফ্লুয়েড জার্নালে প্রকাশিতে এক গবেষণাপত্রে বলা হয়েছে, টয়লেট ফ্লাশ করার সময় প্রচুর ক্ষুদ্র জীবাণু বের হয় যা খালি চোখে দেখা যায় না। এসব জীবাণু বিশেষ করে করোনাভাইরাস বাতাসে ভেসে বেড়াতে পারে। পরবর্তী সময় যে টয়লেটে ঢুকবেন নিঃশ্বাসের মাধ্যমে তার ভিতরে ভাইরাসটি প্রবেশ করতে পারে। গবেষণাপত্রের সহ-লেখক জি-জিয়াং ওয়াংয়ের মতে, করোনার সংক্রমণ প্রতিরোধে টয়লেট ব্যবহারের পর প্রথমে ঢাকনা বন্ধ করতে হবে। তারপর ফ্লাশ করতে হবে। গবেষকরা বলছেন, পরিবারে যদি একই টয়লেট সবাই ব্যবহার করে কিংবা ঘনবসতিপূর্ণ এলাকায় পাবলিক টয়লেট ব্যবহার হয়, তাহলে করোনার ঝুঁকি বাড়ে। এ ব্যাপারে অবশ্যই আরও গবেষণার প্রয়োজন রয়েছে, বিশেষজ্ঞদের অভিমত।  পাবলিক টয়লেটগুলো থেকে ভাইরাস ছড়ায় এটা পরীক্ষিত সত্য। তবে এটা থেকে করোনাভাইরাস ছড়ায় কিনা তা এখনো প্রমাণিত হয়নি। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবাইলোজিস্ট চার্লস পি জানিয়েছেন, শ্বাসযন্ত্রের ভাইরাস সংক্রমণে টয়লেট কতটা ভূমিকা ফেলে তা এখনো প্রমাণিত হয়নি। ৪৫ বছর ধরে ভাইরাস নিয়ে গবেষণা করা একজন বিশেষজ্ঞ মি. গেরবা বলেছেন, টয়লেট থেকে করোনার ঝুঁকি একেবারে শূন্য নয়, তবে কতটা তা এখনো আমরা জানি না।

সর্বশেষ খবর