শুক্রবার, ১৯ জুন, ২০২০ ০০:০০ টা

নিরাপত্তা পরিষদের সদস্য ভারত মোদির কৃতজ্ঞতা

নিরাপত্তা পরিষদের সদস্য ভারত মোদির কৃতজ্ঞতা

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে ভারত। পরিষদে পাঁচ দেশ স্থায়ী ও দশটি দেশ অস্থায়ী সদস্য থাকে। ভারত অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে। বুধবার এ সংক্রান্ত ভোটাভুটি অনুষ্ঠিত হয়। বিশ্ব সংস্থাটির অস্থায়ী সদস্য হওয়ায় সমর্থক ও ভোটদাতা দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই নিয়ে অষ্টমবারের মতো নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হলো ভারত। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।

১৯৩ সদস্যের জাতিসংঘে নিরাপত্তা পরিষদ সদস্য নির্বাচনে ভোট পড়েছে ১৯২টি। তার মধ্যে ভারত পেয়েছে ১৮৪ ভোট। ভারত ছাড়াও মেক্সিকো, আয়ারল্যান্ড ও নরওয়ে ভোটে জিতেছে। হেরেছে কানাডা।   ভোটের পর জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ২০২১-২২ সালের জন্য ভারত সদস্য দেশগুলোর বিপুল সমর্থন পেয়ে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হলো। অবশ্য এর আগেই এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকা থেকে ভারত মতৈক্যের ভিত্তিতে প্রার্থী হয়েছিল। চীন ও পাকিস্তানসহ ৫৫টি দেশ ভারতের প্রার্থিতা সমর্থন করে।

সর্বশেষ খবর