শুক্রবার, ১৯ জুন, ২০২০ ০০:০০ টা

আক্রান্তে ইতালিকে ছাড়াল পেরু

আক্রান্তে ইতালিকে ছাড়াল পেরু

ব্রাজিল বাদে লাতিন অঞ্চলের যে দেশগুলো করোনা মহামারীতে বিপর্যস্ত এর মধ্যে অন্যতম পেরু। দেশটিতে প্রতিদিন ভাইরাসটির প্রকোপ বাড়ছে। সরকারের দেওয়া সবশেষ হিসাব অনুযায়ী, পেরুতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪০ হাজারের বেশি। এর মধ্য দিয়ে দেশটি আক্রান্তের সংখ্যায় ইতালিকে ছাড়িয়ে গেল।

গত মার্চের শুরুর দিকে পেরুতে প্রথম কভিড-১৯ রোগী শনাক্ত হয়। এরপর দ্রুতই দেশটিতে লকডাউন ঘোষণা করা হলেও মে মাসে সেখানে ভাইরাসটির প্রকোপ মারাত্মক আকার ধারণ করে। ওই মাসের শেষদিকে প্রতিদিন ৮ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছিল। দেশটির হিসাব অনুযায়ী, মার্চে প্রাদুর্ভাব শুরুর পর দেশটিতে করোনায় মৃতের সংখ্যা এখন ৭ হাজারের বেশি। ব্রাজিলের পর লাতিন আমেরিকায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যায় পেরুর অবস্থান। আর বৈশ্বিকভাবে শীর্ষ আক্রান্ত দেশগুলোর তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছে দেশটি।

সর্বশেষ খবর