শুক্রবার, ১৯ জুন, ২০২০ ০০:০০ টা

উইঘুর মুসলিমদের সুরক্ষা বিলে ট্রাম্পের অনুমোদন

ভারত-চীন চলমান উত্তেজনার মধ্যেই উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগে উইঘুর মানবাধিকার অ্যাক্ট ২০২০ পাস করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে মার্কিন প্রতিনিধি পরিষদ ও সিনেটে এ সংক্রান্ত বিল পাস হওয়ার পর ট্রাম্প তা অনুমোদন করেন। কোনো আড়ম্বর ছাড়াই বুধবার এ বিল পাস করে ট্রাম্প প্রশাসন। তবে আইনটির কড়া প্রতিবাদ জানিয়ে গতকাল চীন তাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে ওয়াশিংটনের হস্তক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়েছে। খবর রয়টার্স।

রয়টার্স জানিয়েছে, এই বিলটির বিরুদ্ধে কংগ্রেসে মাত্র একটি ‘না’ ভোট পড়ে। বিল পাসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্কে নতুন উত্তেজনা  তৈরি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগে চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর ও অন্যান্য সম্প্রদায়ের মুসলিমদের ওপর ভয়াবহ নির্যাতনের সঙ্গে দায়ীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে ওই বিলে।

সর্বশেষ খবর