শুক্রবার, ১৯ জুন, ২০২০ ০০:০০ টা

নিউইয়র্কে বাড়ি ভাড়া মওকুফের বিলে গভর্নরের সই

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

করোনাভাইরাসের প্রকোপে চাকরি হারানো স্বল্প আয়ের নিউইয়র্কবাসীর জন্য বাড়ি ভাড়া (১ এপ্রিল থেকে ৩১ জুলাই) মওকুফের বহুল প্রত্যাশিত বিলে স্বাক্ষর করলেন স্টেট গভর্নর অ্যান্ড্রু কুওমো। গত মাসে এই বিলটি স্টেট সিনেট অ্যাসেম্বলিতেও পাস হয়। ১৭ জুন গভর্নরের স্বাক্ষরের মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হলো। বিলে ১০০ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে। এই অর্থ গত মার্চের শেষে কংগ্রেসে পাস হওয়া করোনা প্রণোদনা বিলের মাধ্যমে ফেডারেল থেকে স্টেট ফান্ডে এসেছে। বিধি অনুযায়ী ভাড়া মওকুফের সুবিধা কেবল তারাই পাবেন যাদের মাসিক আয়ের ৩০ শতাংশের বেশি ব্যয় হয় ভাড়া বাবদ, যারা উক্ত সময়ের মধ্যে অর্থাৎ ১ এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে কোনো আয় করতে সক্ষম হননি এবং যারা ওই সময়ের মধ্যে ৮০ শতাংশের কম আয় করেছেন। বিলটি পাসের পর কমিউনিটিতে অনেকেই বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করেছেন যে, করোনায় আক্রান্ত সবাই পাবেন ভাড়া মওকুফের সুযোগ। উল্লেখ্য, স্বল্প আয়ের অনেক মানুষের জন্যই বেকার ভাতার পরিমাণ শতভাগ বেশি। এমন বিশ্লেষণের পরই প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার মন্ত্রীরা নতুন করে করোনা প্রণোদনা (স্টিমিউলাস) আইনে সম্মত হননি। এদিকে, এ বিধিতে সন্তুষ্ট নন কমিউনিটির স্বার্থ ও অধিকার নিয়ে লড়াইরত সংস্থাগুলো।

সর্বশেষ খবর