শনিবার, ২০ জুন, ২০২০ ০০:০০ টা

এবার ট্রাম্পের বিজ্ঞাপন সরাল ফেসবুক

এবার ট্রাম্পের বিজ্ঞাপন সরাল ফেসবুক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ তাদের প্লাটফর্ম থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের বেশকিছু বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে। ‘আপত্তিকর’ ওই বিজ্ঞাপনগুলোতে নাৎসিদের ব্যবহার করা একটি প্রতীক থাকায় সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে।

লাল রঙের উল্টো ত্রিভুজাকৃতির ওই প্রতীক ব্যবহার করে নাৎসিরা সাধারণত তাদের বিরোধী পক্ষ বিশেষ করে কমিউনিস্টদের বিষোদগার করত বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। গত মাসে আরেক সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটার ট্রাম্পের একটি পোস্টের বিরুদ্ধে তাদের নীতিমালা লংঘনের অভিযোগ এনে টুইটটিকে হাইড করে দিয়েছিল। ট্রাম্পের টুইটে ‘ফ্যাক্ট চেকিং’ লেবেলও সেঁটে দিয়েছিল তারা। এর প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের আইনি সুরক্ষা প্রত্যাহারে নির্বাহী আদেশ জারি করেছিলেন। ট্রাম্পের প্রচার শিবির জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কট্টর-বামপন্থি গোষ্ঠী অ্যান্টিফাকে ইঙ্গিত করে করা ওই বিজ্ঞাপনগুলোতে এই প্রতীকটি ব্যবহৃত হয়েছে। শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদবিরোধী অ্যান্টিফা ওই প্রতীকটি ব্যবহার করে বলেও জানিয়েছে তারা। ফেসবুক জানিয়েছে, নাৎসিদের ব্যবহৃত ওই প্রতীক তাদের ‘সংঘবদ্ধ ঘৃণা ঠেকানোর’ নীতিমালা লংঘন করায় তারা প্লাটফর্ম থেকে বিজ্ঞাপনগুলো সরিয়ে নিয়েছে। ট্রাম্পের প্রচার শিবিরের বানানো এসব বিজ্ঞাপন মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট সংশ্লিষ্ট অনেক পেইজে প্রায় ২৪ ঘণ্টা ছিল; ফেসবুক কর্তৃপক্ষ সরিয়ে নেওয়ার আগে লাখ লাখ মানুষ এগুলো দেখেছে বলে জানিয়েছে বিবিসি।

সর্বশেষ খবর