রবিবার, ২১ জুন, ২০২০ ০০:০০ টা

ভ্যাকসিন ছাড়াই করোনা শেষ হয়ে যাবে?

করোনার ভ্যাকসিন আবিষ্কার হোক বা না হোক ভাইরাসটি বিলীন হয়ে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় টেলিভিশন চ্যানেল ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। গত মাসেও হোয়াইট হাউসে নিউজ ব্রিফিংয়ে ট্রাম্প মন্তব্য করেছিলেন, ভ্যাকসিন ছাড়াই করোনা বিদায় নেবে। করোনায় শীর্ষ সংক্রমিত দেশ যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ধারে কাছে নেই কোনো দেশ। অথচ এর মধ্যেও ট্রাম্প দেশের অর্থনীতি পুনরায় সচল করার জোর তৎপরতা চালাচ্ছেন। এর আগে তিনি বলেছিলেন, ভ্যাকসিন আসুক আর না আসুক সব সচল হবে। শুধু ভ্যাকসিন নয় ওষুধ নিয়ে তিনি বিভ্রান্তি ছড়িয়েছেন। ট্রাম্প বলেছেন, ‘ভ্যাকসিন পাওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছি আমরা। একটি থেরাপি আবিষ্কারেরও কাছাকাছি আছি আমরা, এটা সত্যিই খুব ভালো থেরাপি হবে।

সর্বশেষ খবর