সোমবার, ২২ জুন, ২০২০ ০০:০০ টা

সীমান্ত খুলল স্পেনের জরুরি অবস্থার সমাপ্তি

অবশেষে স্বস্তির নিঃশ্বাস স্পেনে। করোনাভাইরাসের প্রকোপ কমেছে দেশটিতে। ফলে টানা কয়েক মাস বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে স্পেনের সীমান্ত। তবে এখনো বন্ধ রয়েছে পর্তুগালের সঙ্গে সীমান্ত। অন্য সব ইউরোপীয় দেশের জন্যই স্পেনের সীমান্ত খুলেছে। একই সঙ্গে তুলে নেওয়া হয়েছে জরুরি অবস্থা। রয়টার্স জানিয়েছে, ব্রিটিশ নাগরিকরা স্পেনে গেলে কোয়ারেন্টাইনে থাকার প্রয়োজন পড়বে না। তবে স্পেন  থেকে ব্রিটেনে ফিরে গেলে ১৪ দিনের জন্য আবশ্যক  কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের।

গতকাল মাদ্রিদের আদোলফো সুয়ারেজ-বারাজাস বিমানবন্দরে হাজির হওয়া যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা গেছে। বহুমাস পর প্রিয়জনদের দেখতে দীর্ঘ পথ পারি দিয়ে বা পারি দিতে বিমানবন্দরে গেছেন তারা। মিলানগামী এমন এক যাত্রী আলবার্তো বস বলেন, আমার পরিস্থিতি একটু জটিল, কারণ আমার স্ত্রী থাকে ইতালিতে আর আমি থাকি স্পেনে। চার মাস ধরে আমরা একজন আরেকজনকে দেখিনি। শনিবার স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেজ জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণায় স্প্যানিশদের একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান। দ্বিতীয় দফা সংক্রমণ থেকে সতর্ক থাকতে বলেন। জন হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, স্পেনে এখন অবধি করোনায় নিশ্চিত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৯৩৮ জন। মারা গেছেন ২৮ হাজার ৩২২ জন।

সর্বশেষ খবর