সোমবার, ২২ জুন, ২০২০ ০০:০০ টা

উত্তেজনার মধ্যেই রাশিয়া সফরে ভারতের প্রতিরক্ষামন্ত্রী

চীনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই আজ রাশিয়া সফরে যাচ্ছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে সাবেক  সোভিয়েত ইউনিয়নের বিজয়ের ৭৫তম বার্ষিকীর কুচকাওয়াজে যোগ দিতে যাচ্ছেন তিনি। সফরের আগে গতকাল ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে  বৈঠক করেছেন রাজনাথ। এ ছাড়া বৈঠক করেছেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং তিন বাহিনীর প্রধানের সঙ্গেও। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে, স্থল সীমান্ত, আকাশসীমা এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথের চারপাশে চীনা গতিবিধির ওপর ‘কড়া নজর’ রাখার নির্দেশ দিয়েছেন রাজনাথ। পাশাপাশি প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চীনের যে কোনো ‘আগ্রাসী আচরণ’ রুখে দিতে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা  দেওয়া হয়েছে। এদিকে চীন-ভারত উত্তেজনাকর পরিস্থিতিতে সরাসরি কোনো পক্ষ নেননি ভারতের মিত্র হিসেবে পরিচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সর্বশেষ খবর