মঙ্গলবার, ২৩ জুন, ২০২০ ০০:০০ টা

মোদির শব্দচয়নে ভুলের কারণেই সীমান্তে চীনের অবস্থান শক্ত হচ্ছে

রাষ্ট্রীয় সুরক্ষা বিষয়ে মন্তব্য করতে হবে সতর্কতার সঙ্গে : মনমোহন সিং

কলকাতা প্রতিনিধি

মোদির শব্দচয়নে ভুলের কারণেই সীমান্তে চীনের অবস্থান শক্ত হচ্ছে

পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সংঘর্ষ নিয়ে এবার মুখ খুললেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। ওই ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার শব্দচয়নে আরও মন দেওয়া উচিত বলে সতর্ক করলেন তিনি। মনমোহন বলেন, মোদির শব্দচয়নে ভুলের কারণেই সীমান্তে চীনের অবস্থান শক্ত হচ্ছে। তিনি বলেন, রাষ্ট্রীয় সুরক্ষা বিষয়ে প্রধানমন্ত্রীকে মন্তব্য করতে হবে সতর্কতার সঙ্গে।

গত ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ান উপতক্যায় ভারত-চীন সংঘর্ষে এক কর্নেলসহ ২০ ভারতীয় সেনার মৃত্যুর পর ১৯ জুন সর্বদলীয় বৈঠক করেছিলেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি জানিয়েছিলেন ‘চীনা সেনা ভারতীয় ভূখন্ডে প্রবেশ করেনি এবং ভারতীয় সেনা চৌকিও (বিপিও) দখল করেনি।’ প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তবে সীমান্তে ২০ ভারতীয় সেনা জওয়ানের মৃত্যু কীভাবে হলো? এ ইস্যুতেই কয়েকদিন ধরে লাগাতার তোপ দেগে চলেছেন রাহুল গান্ধী, পি চিদাম্বরম, রণদীপ সুরজেওয়ালাসহ দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতারা। তাদের প্রশ্ন- ভারত কি তবে চীনকে নিজেদের জমি ছেড়ে দিল? গালওয়ান কি ভারতের অংশ নয় তবে সরকার কেন চীনের দাবিকে কড়াভাবে মোকাবিলা করছে না? কংগ্রেসের প্রশ্ন- চীনের তরফে দাবি করা হয়েছে তাদের সেনা ভারতীয় ভূখন্ডে প্রবেশ করেনি- সে ক্ষেত্রে ভারতীয় সেনাই কি শর্ত লঙ্ঘন করেছে একধাপ এগিয়ে প্রধানমন্ত্রীকে ‘সারেন্ডার মোদি’ বলেও কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। সে ঘটনারই প্রসঙ্গ টেনে সোমবার মোদিকে নিশানা করেন সিনিয়র কংগ্রেস নেতা মনমোহন সিং। এক প্রেস বিবৃতি দিয়ে ২০ ভারতীয় সেনার মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি বলেন, ‘জওয়ানরা দেশ রক্ষায় নিজেদের জীবন দিয়েছেন। তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশের জন্য লড়াই করেছেন। তাই আমরা তাদের কাছে ঋণী। তাদের এ বলিদান কোনোভাবেই বৃথা হতে দেওয়া যাবে না।’ এ সময় সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। সরকার কী সিদ্ধান্ত নিচ্ছে বা পদক্ষেপ করছে তা দিয়েই ভবিষ্যৎ প্রজন্ম আমাদের বিচার করবে। তাই ভারতের রাষ্ট্রীয় সুরক্ষা এবং কৌশলগত ও আঞ্চলিক স্বার্থ সম্পর্কিত কোনো বিষয়ে মন্তব্য বা ঘোষণা করার সময় প্রধানমন্ত্রীর সবসময়ই শব্দচয়নে সতর্ক থাকা উচিত।’

তিনি আরও জানান, ‘চীন নির্লজ্জ ও বেআইনিভাবে ভারতের ভূখ- গালওয়ান, প্যাংগং সো হ্রদ দাবি করছে। এর জন্য গত এপ্রিল থেকেই এ পর্যন্ত বেশ কয়েকবার তারা হামলা চালিয়েছে। চীনের এ হুমকির কাছে ভয় পেয়ে মাথা নত করা যাবে না এবং আমাদের ভূখ- নিয়ে আপস করা উচিত নয়। ভারতীয় প্রধানমন্ত্রীর ব্যবহৃত শব্দ/কথাকে হাতিয়ার করে চীন যাতে নিজেদের দাবির যথার্থতা প্রমাণের সুযোগ না পায় সেদিকে লক্ষ্য রেখে বিশেষ সতর্ক হওয়া প্রয়োজন। এ সংকট মোকাবিলায় এবং পরবর্তীতে উত্তেজনা বৃদ্ধি রোধে সরকারের সব বিভাগের একযোগে কাজ করার বিষয়টিও নিশ্চিত করতে হবে।’ মনমোহন সিংয়ের অভিমত- ‘এটা এমন একটা সময় যখন আমাদের সবাইকে একটা রাষ্ট্র হিসেবে দাঁড়ানো উচিত এবং এ হুমকির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানো উচিত। আমরা সরকারকে মনে করিয়ে দিতে চাই, ভুল তথ্য কখনোই কূটনীতি বা নেতৃত্বের বিকল্প হতে পারে না। মিথ্যা বিবৃতি দিয়ে সত্যকে কখনো চাপা রাখা যায় না।

 আমরা প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারকে বলতে চাই, গালওয়ান সংঘর্ষে কর্নেল সন্তোষ বাবুসহ যে সেনা সদস্যরা জীবন দিয়েছেন এবং দেশের অখ-তা রক্ষা করেছেন তাদের প্রতি যেন ন্যায্য বিচার হয়। তা না হলে দেশবাসীর আস্থা ও বিশ্বাসের সঙ্গে ঐতিহাসিক প্রতারণা করা হবে।’

সর্বশেষ খবর