মঙ্গলবার, ২৩ জুন, ২০২০ ০০:০০ টা

জঙ্গি হামলার আশঙ্কায় দিল্লিতে হাই অ্যালার্ট

চীনের সঙ্গে চলমান সীমান্ত উত্তেজনা ও মহামারী করোনার তা-বের মধ্যেই এবার জঙ্গি হামলার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে উঠেছে ভারত।  দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্প্রতি রাজধানী দিল্লিতে গা ঢাকা দিয়েছে চার-পাঁচজন জঙ্গি। ফলে যে  কোনো মুহূর্তে সেখানে বড় ধরনের হামলার আশঙ্কা তৈরি হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গোপন সূত্রের মাধ্যমে গোয়েন্দারা জানতে পেরেছেন দিল্লিতে হামলা চালানোর জন্য চার-পাঁচ জন জঙ্গির একটি দল রওনা দিয়েছে। তারা ট্রাকে করে রাজধানীতে আসছে। এছাড়া জম্মু ও কাশ্মীর থেকে কয়েকজন জঙ্গি এরই মধ্যে দিল্লিতে গোপন আস্তানায় ঘাঁটি গেড়েছে। অন্যরা শহরে ঢোকার অপেক্ষায় আছে। বাস, গাড়ি বা ট্যাক্সিতে করে জঙ্গিরা শহরে ঢুকতে পারে। শহরে ব্যাপক তা-ব চালানোই তাদের একমাত্র উদ্দেশ্য। এ খবর পাওয়ার পরই রবিবার শহরজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। চূড়ান্ত সতর্ক থাকতে বলা হয়েছে পুলিশকে। শহরের নিরাপত্তা বাড়ানো হয়েছে কয়েক গুণ। দিল্লির সব গেস্ট হাউস, হোটেল রেজিস্টার ভালোভাবে পরীক্ষা করে দেখা হয়েছে।

অতিরিক্ত পরিমাণ নিরাপত্তারক্ষীরও বন্দোবস্ত করা হয়েছে। তাছাড়া রেলস্টেশন, বাস স্ট্যান্ড, রাজ্যের সীমান্ত এলাকাগুলোতেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে। হরিয়ানা-উত্তরপ্রদেশ সীমানা এলাকায় তল্লাশি শুরু হয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় চলছে তল্লাশি। প্রতিটি গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। বিশেষত কাশ্মীরের  রেজিস্ট্রেশন করার গাড়ির ওপর বেশি নজরদারি চালানো হচ্ছে। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে করোনার জেরে হাসপাতালগুলোতে অতিরিক্ত মানুষের ভিড়। তাই জঙ্গিদের হাসপাতালগুলোকেও টার্গেট করার আশঙ্কা এড়ানো যাচ্ছে না। সে কারণে হাসপাতাল চত্বরেও নি-িদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

সর্বশেষ খবর