বুধবার, ২৪ জুন, ২০২০ ০০:০০ টা

উত্তেজনার মধ্যেই মুখোমুখি হলেন ভারত-চীনের পররাষ্ট্রমন্ত্রী

উত্তেজনার মধ্যেই মুখোমুখি হলেন ভারত-চীনের পররাষ্ট্রমন্ত্রী

এস জয়শঙ্কর, ওয়াং ই

যুদ্ধাংদেহী অবস্থানে এশিয়ার দুই শক্তিশালী ভারত ও চীন। লাদাখে অস্ত্র নিয়ে দুই দেশ প্রস্তুত। এ অবস্থার মধ্যেই এই প্রথম দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একে অপরের মুখোমুখি হলেন। তবে সামনাসামনি নয়, ভার্চুয়াল মাধ্যমে। গতকাল মঙ্গলবার দুপুর দেডটা নাগাদ রাশিয়া, ভারত এবং চীনের মধ্যে ত্রিপক্ষীয় ভিডিও বৈঠক হয়। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে নানা বিষয়ে কথা হয় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের। রাশিয়ার তরফে উপস্থিত ছিলেন সের্গেই লভরভ। ১৫ জুন লাদাখ সংঘর্ষের আগেই মূলত রাশিয়ার উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। সে সময় অবশ্য করোনাভাইরাসের মতো অতিমারি মোকাবিলার কৌশল নিয়েই আলোচনা হওয়ার কথা ছিল এই বৈঠকে। তবে ভারত-চীন সংঘর্ষের পর পরিবর্তিত পরিস্থিতিতে দুই দেশের মধ্যে কী আলোচনা হয়েছে তা তাৎক্ষণিক জানা গেলেও পুরো দৃষ্টি ছিল কূটনৈতিক মহলের। রাশিয়ার উদ্যোগে এই বৈঠক হলেও ভারত-চীনের মধ্যে উত্তেজনার আবহে দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকায় নামতে চায় না বলে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে মস্কো থেকে। এমনকি এই বৈঠকে কোনো দ্বিপক্ষীয় বিষয়েও আলোচনার জল্পনাও উড়িয়ে দিয়েছে রাশিয়া। তা সত্ত্বেও এই ভার্চুয়াল বৈঠকে ভারত-চীনের মধ্যে ‘আস্থাবর্ধক পরিবেশ’ তৈরিতে সমর্থনের দরজা খুলে রেখেছে মস্কো। সেই সঙ্গে ইউরেশিয়া অঞ্চলে স্থিতাবস্থা বজায় রাখার বিষয়ে সচেষ্ট বলে জানিয়েছে তারা।

অবশ্য লাদাখ-সংঘর্ষের পর এই প্রথম মুখোমুখি হলেও তার আগেই টেলিফোনে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে কথা হয়েছে জয়শঙ্করের। লাদাখে একজন কর্নেলসহ ২০ জন ভারতীয় সেনা জওয়ানের নিহত হওয়ার পর ১৭ জুন ওয়াংয়ের সঙ্গে কথা বলেন জয়শঙ্কর। তবে সেই বার্তালাপ সত্ত্বেও লাদাখ-সংঘর্ষের পর আরআইসি বৈঠক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জয়শঙ্করের উপস্থিতি নিয়ে নিশ্চিত করা হয়। তবে ত্রিপক্ষীয় আলোচনার বেঠক হলেও এতে নয়াদিল্লির তরফে  বেইজিংকে কী বার্তা দেওয়া হয়, তা নিয়ে আগ্রহ রয়েছে কূটনৈতিক মহলের।

সর্বশেষ খবর