বুধবার, ২৪ জুন, ২০২০ ০০:০০ টা

ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় প্রথমেই হোঁচট

ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় প্রথমেই হোঁচট

ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। এতদিন সোশ্যাল মিডিয়ায় নানাভাবে প্রচারণা চালিয়েছেন। শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে নেমে পড়েছেন মাঠে। তবে প্রথম প্রচারণায়ই হোঁচট খেয়েছেন তিনি। যতটা আত্মবিশ্বাস নিয়ে তিনি বলেছিলেন তার প্রথম জনসভায় লোকারণ্য হবে, সভাস্থলে তার কিছুই হয়নি। খুব একটা সাড়া পাননি। ট্রাম্প বরাবরই নির্বাচনী সভার উত্তাপ থেকে নিজের জন্য বাড়তি প্রাণশক্তি খুঁজে পেয়েছেন। সে জন্যই কভিড-১৯-এর বিপদ জেনেও শনিবার ওকলাহোমার টুলসাতে নির্বাচনী র‌্যালির আয়োজন করা হয়েছিল। কিন্তু সেখান  থেকেও আশাহত হয়েছেন ট্রাম্প। আশা করা হয়েছিল, সভাস্থল দর্শকে-সমর্থকে কানায় কানায় পূর্ণ থাকবে।  সেখানে মাত্র ১৯ হাজার মানুষের স্থান সংকুলান হয়, অথচ ১০ লাখ লোক টিকিটের আবেদন জানিয়ে  রেখেছিল। ‘এমন সভা ওকলাহোমার মানুষ আগে কখনো  দেখেনি’- ট্রাম্প আগাম আশাবাদ জানিয়ে রেখেছিলেন। যারা সভাস্থলে আসন পাবে না, তাদের জন্য বাইরের একটি উন্মুক্ত মঞ্চের ব্যবস্থা করা হয়। কম করে হলেও ৪০ হাজার মানুষ তো সেখানে থাকবেই। মূল মঞ্চে ঢোকার আগে ট্রাম্প সেখানে ভক্তদের দর্শন দিয়ে যাবেন, এমন ব্যবস্থাই করা ছিল। কিন্তু তার কিছুই হয়নি। ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শুরুর প্রথম দিনই হাজার হাজার সিট ফাঁকা ছিল। তাই আপাতত রণেভঙ্গ দিয়েছেন ট্রাম্প। নতুন করে নির্বাচনী করোনা প্রচারণা কৌশল ঠিক করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ জন্য অবশ্য রিপাবলিকান শিবির থেকে এ অবস্থার জন্য করোনাকে দায়ী করা হয়েছে। কভিড-১৯ এ সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। এখনো দেশটি করোনার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। এরমধ্যেই প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন সারতে হচ্ছে দেশটিকে। কিন্তু করোনার কারণে নির্বাচনী প্রচারণা সেভাবে জমছে না। শুধু ট্রাম্প নয়, ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনের নির্বাচনীয় প্রচারণায়ও মানুষ উৎসাহ দেখাচ্ছেন না। সামনের সিটগুলোও অনেক সময় ফাঁকা থাকছে। নির্বাচনী প্রচারণার শুরুর দিনই হাজার হাজার সিট ফাঁকা থাকায় নাকি রেগে গিয়েছিলেন ট্রাম্প। ওকলাহোমার তুলসায় তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন। সেখানে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতাই বেশি। তারপরও নির্বাচনী প্রচারণা সেখানে সেভাবে জমেনি। পরে আরিজোনায় চলে যান ট্রাম্প। -গার্ডিয়ান

সর্বশেষ খবর