বুধবার, ২৪ জুন, ২০২০ ০০:০০ টা

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগ স্থগিত

চলতি বছর কোনো বিদেশি কর্মী নিয়োগ দেওয়া হবে না বলে জানিয়েছেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী। যার ফলে আবারও পিছিয়ে গেল মালয়েশিয়ার শ্রমবাজার। সোমবার এক সংবাদ সম্মেলনে মানবসম্পদমন্ত্রী এম সারাভানান সাংবাদিকদের বলেন, আমরা চলতি বছরের শেষ পর্যন্ত বিদেশি কর্মী নিয়োগ দেওয়ার অনুমতি দিচ্ছি না। এর কারণ হিসেবে তিনি বলেন, স্থানীয়দের শূন্যপদ পূরণে অগ্রাধিকার দেওয়া হবে। বৈশ্বিক মহামারী করোনাভাইরাস মোকাবিলায় মালয়েশিয়া সফল হলেও টানা ‘মুভমেন্ট কন্ট্রোল অর্ডার’ চলার কারণে বিপর্যস্ত অর্থনীতি চাঙ্গা করার পদক্ষেপের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এর ফলে বাংলাদেশ-নেপালসহ বেশ কয়েকটি দেশ থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হলো।

মানবসম্পদমন্ত্রী বলেন, এ বছর বিদেশ থেকে আর কোনো শ্রমিক আনা হবে না। তবে বিদেশিরা পর্যটক ভিসায় আসতে পারবেন। তিনি আরও বলেন, ‘প্রায় দুই মিলিয়ন বিদেশি শ্রমিক রয়েছে আমাদের দেশে, আমরা স্বদেশীদের অগ্রাধিকার ভিত্তিতে কাজের সুযোগ দিতে চাই। এ বছর আমরা এটি পর্যবেক্ষণ করব, কতটা ফলপ্রসূ হচ্ছে সেটি  দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ -মালয় মেইল

সর্বশেষ খবর