শিরোনাম
বুধবার, ২৪ জুন, ২০২০ ০০:০০ টা

ভারত থেকে যুক্তরাষ্ট্রে বিশেষ বিমান চলাচলে নিষেধাজ্ঞা

সম্প্রতি চীনের বিশেষ বিমান চলাচলের ওপরেও বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। কারণ তার আগেই চীন সরকার মার্কিন বিমান ওঠানামা বন্ধ করেছিল। চীনের পর ভারত। লকডাউনের সময় যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর জন্য বিশেষ বিমান চালাচ্ছিল অসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়। সেইসব বিমান চলাচলের ওপরে বিধিনিষেধ আরোপ করল ট্রাম্প প্রশাসন।

সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, ভারত দুই দেশের বিমান চলাচল-সংক্রান্ত নিয়মকানুন মানছে না। প্রসঙ্গত, করোনার কারণে বিমান চলাচল বন্ধ হওয়ার পর বিশেষ বিমানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের দেশে ফেরাচ্ছিল এয়ার ইন্ডিয়া। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও বিমান আসা-যাওয়া বন্ধ করেছে ভারত। এতে মার্কিন বিমান পরিবহন সংস্থাগুলো প্রবল ক্ষতির মুখে পড়েছে। তাতেই খেপেছে ট্রাম্প প্রশাসন।

মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভারতকে যুক্তরাষ্ট্রে বিমান চালাতে গেলে বিশেষ অনুমতি নিতে হবে। এতে মার্কিন বিমান পরিবহন মন্ত্রণালয় ওইসব বিমান দুই দেশের চুক্তি মানছে কিনা তা খতিয়ে দেখতে পারবে। পাশাপাশি মার্কিন বিমান ভারতে চলাচলের ক্ষেত্রে যে বিধিনিষেধ দিল্লি আরোপ করেছে তা তুলে নিলে ভেবে দেখতে পারে মার্কিন প্রশাসন।

সর্বশেষ খবর