বুধবার, ২৪ জুন, ২০২০ ০০:০০ টা

স্বাভাবিক হচ্ছে যুক্তরাজ্য

স্বাভাবিক হচ্ছে যুক্তরাজ্যের জনজীবন। আগামী ৪ জুলাই থেকে দেশটিতে করোনার বিস্তার রোধে জারি সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে। গতকাল প্রধানমন্ত্রী বরিস জনসন এ ঘোষণা দেন। ওই দিন থেকে যুক্তরাজ্যে খুলছে সব      রেস্তোরাঁ, সিনেমা ও হোটেল। এমনকি সামাজিক দূরত্ব মেনে চলার বিধিনিষেধও শিথিল হতে যাচ্ছে ওই সময় থেকে। জনসন জানিয়েছেন, করোনার সংক্রমণ কমছে এবং কভিড-১৯-এর দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা কম থাকায় তিনি অর্থনৈতিক কার্যক্রম শুরু করতে চান। এর মাধ্যমে ইংল্যান্ডের জনজীবন স্বাভাবিক পর্যায়ে ফিরে যাবে। এর আগে ২ মিটার সামাজিক দূরত্ব মেনে চলার যে বিধিনিষেধ ছিল তা কমিয়ে ১ মিটার করা হয়েছে। এ ছাড়া মাস্ক ও সুরক্ষা চশমা ব্যবহারের ওপর বাধকতা শিথিল করা হয়েছে।

পার্লামেন্টে বরিস বলেছেন, ‘আমরা বলতে পারি যে, আমাদের দীর্ঘ জাতীয় অবকাশ শেষ হতে যাচ্ছে।’ তিনি জানান, স্যালুন, খেলার মাঠ, জাদুঘর, গ্যালারি, থিম পার্ক, গ্রন্থাগার, সামাজিক ক্লাব, আউটডোর জিমনেসিয়াম, কমিউনিটি সেন্টারগুলো খুলছে। তবে নৈশ ক্লাব, স্পা সেন্টার, ইনডোর হালকা খেলাধুলা, ওয়াটার পার্ক, ইনডোর জিমনেসিয়াম, সুইমিং পুল, নেইল বার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকছে। তিনি বলেন, ‘আমরা এখন ইংল্যান্ডে লকডাউন আরও নিরাপত্তার সঙ্গে শিথিল করতে পারি। প্রতিটি পর্যায়ে আমাদের সতর্ক নজরদারি থাকবে। প্রতিটি পদক্ষেপ হবে শর্তযুক্ত ও পরিবর্তনযোগ্য।’ বিবিসি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর