বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০ ০০:০০ টা

৯ কোটির বেশি করোনা পরীক্ষা করেছে চীন

করোনার মহামারী শুরুর পর থেকে ২২ জুন পর্যন্তৃ চীন ৯ কোটির বেশি করোনা পরীক্ষা চালিয়েছে। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা গতকাল এক বিবৃতিতে একথা জানিয়েছেন। খবর সিএনএন গুও ইয়ানহং নামে ওই কর্মকর্তা বলেন, ‘দেশব্যাপী ২২ জুন পর্যন্ত চিকিৎসা ও স্বাস্থ্য সংশ্লিষ্ট ইনস্টিটিউশনগুলো পরিচালিত নিউক্লিক এসিড টেস্টের সামস্টিক সংখ্যা দাঁড়িয়েছে ৯০.৪১ মিলিয়ন (৯ কোটি ৪ লাখের বেশি)। তিনি আরও জানান, মার্চের শুরুর দিকে চীনে করোনা পরীক্ষা চালানোর সুবিধাসংবলিত ইনস্টিটিউশন ছিল ২,০৮১টি। দেশটিতে করোনা পরীক্ষার সক্ষমতা দ্বিগুণের চেয়ে বেশি বাড়ানো হয়েছে। অর্থাৎ এখন দেশটিতে করোনা পরীক্ষা কেন্দ্র ৪,৮০৪টি।

সংশ্লিষ্ট টেকনিশিয়ানের সংখ্যা ১৩,৯০০ থেকে ২৮ হাজার পাঁচশ করা হয়েছে বলেও যোগ করেন ওই কর্মকর্তা।

ঘনিষ্ঠ সংস্পশে আসা ব্যক্তিবর্গসহ সন্দেহভাজন রোগী, সুস্থ হওয়া রোগী ও বিদেশফেরত ব্যক্তিদের কয়েকবার পরীক্ষার প্রয়োজন হয়। এতে পরীক্ষার সংখ্যা সামগ্রিকভাবে বেড়ে যায়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যানুসারে, চীনে এখন পর্যন্ত ৮৪ হাজার ৬৫৩জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন অন্তত ৪ হাজার ৬৪০জন।

সর্বশেষ খবর