শুক্রবার, ২৬ জুন, ২০২০ ০০:০০ টা

ইসরায়েলকে জাতিসংঘের সতর্কবার্তা

করোনার মহামারীর মাঝেও থেমে নেই ইহুদি রাষ্ট্র ইসরায়েলের দখলদারিত্ব। দেশটি অবরুদ্ধ পশ্চিম তীর ও জর্ডান উপত্যকায় তাদের দখলদারিত্ব বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে আগামী সপ্তাহে। তবে বুধবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস নিরাপত্তা পরিষদের ভার্চুয়াল সভায় ইসরায়েলকে এই পরিকল্পনা বাস্তবায়ন না করার আহ্বান জানান। তিনি বলেন, ‘তারা যদি সেটা করে তাহলে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হবে। পরিস্থিতি আরও খারাপ হবে। ফিলিস্তিনসহ আরব বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যে সমঝোতার বিষয়ে এগিয়ে যাচ্ছিল সেটিও হুমকির মুখে পড়বে।’ গুতেরেসের এমন প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন বিশ্বনেতা ও বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। গুতেরেস বলেন, ‘আমরা একটি চরম মুহূর্ত পার করছি। এমন সময় ইসরায়েল যদি পশ্চিম তীরে তাদের দখলদারিত্ব বৃদ্ধি করে, বসতি স্থাপন করে তাহলে সেটা হবে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। আল জাজিরা

সর্বশেষ খবর