শুক্রবার, ২৬ জুন, ২০২০ ০০:০০ টা

লাদাখে উত্তেজনা উদ্বেগজনক

-বরিস জনসন

লাদাখে উত্তেজনা উদ্বেগজনক

ভারত ও চীনের মধ্যকার সীমান্ত সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। পূর্ব লাদাখের উত্তেজনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি। এতে আলোচনার মাধ্যমেই সমাধান মিলবে বলে আশা তার। বৃহস্পতিবার কনজারভেটিভ পার্টির সাংসদ ফ্লিক ড্রুমন্ডের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। প্রায় এক মাস ধরে চলা সীমান্ত উত্তেজনা নিয়ে এই প্রথম সরকারি বিবৃতি দিল ব্রিটেন। বরিস জনসন বলেন, পূর্ব লাদাখের উত্তেজনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর উদ্বেগজনক। আলোচনার মাধ্যমেই সমাধান মিলবে বলে আশাবাদ ব্যক্ত করছি। আমরা ঘটনা পরম্পরায় নজর রাখছি। ভারত ও চীনের নাম উল্লেখ না করে ফ্লিকের প্রশ্ন ছিল, কমনওয়েলথ দেশের সদস্য ও বিশ্বের বৃহৎ গণতন্ত্রের মধ্যকার সংঘাতে ব্রিটেনের ভূমিকা কী? এতে ব্রিটিশ প্রধানমন্ত্রী আলোচনার টেবিলে বসে দুই দেশ সমস্যা সমাধানের পথ বের করার পরামর্শ দেন। গত ৫ জুন ওই এলাকায় চীন ও ভারতের  সেনাদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন ভারতীয় সেনা নিহত হন। এদিকে চীনের ৪৫ জন সেনা নিহত হওয়ার দাবি করছে ভারতের সেনা সূত্র। -এনডিটিভি

সর্বশেষ খবর