শুক্রবার, ২৬ জুন, ২০২০ ০০:০০ টা

পুতিনের সংবিধান সংশোধন প্রস্তাবে ভোট শুরু

পুতিনের সংবিধান সংশোধন প্রস্তাবে ভোট শুরু

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সংবিধান সংশোধনের প্রস্তাবের ওপর ভোট দেওয়া শুরু করেছে দেশটির নাগরিকরা। সাত দিন ধরে ভোট দেওয়ার সুযোগ পাবেন ভোটাররা। প্রস্তাবটি অনুমোদন পেলে আরও দুই মেয়াদ ক্ষমতায় থাকতে পারবেন প্রেসিডেন্ট পুতিন। আনুষ্ঠানিকভাবে আগামী ১ জুলাই এই ভোট গ্রহণ শুরুর কথা থাকলেও রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, করোনাভাইরাসের মহামারীতে ভিড় এড়াতে এক সপ্তাহ আগেই ভোট কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। বিরোধী রাজনীতিবিদ অ্যালেক্সি নাভানলির অভিমত, সংবিধানের এই পরিবর্তন পুতিনকে আজীবন ক্ষমতায় রাখবে। তবে পুতিন বলছেন, এতে রাশিয়ার স্থিতিশীলতা নিশ্চিত হবে।

খবর বিবিসির

রাশিয়ার বর্তমান সংবিধান অনুযায়ী, এক ব্যক্তি একটানা দুই বারের বেশি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারেন না। রুশ প্রেসিডেন্ট সম্প্রতি দেশের সংবিধান সংশোধনের খসড়ায় স্বাক্ষর করেছেন।

সর্বশেষ খবর