শনিবার, ২৭ জুন, ২০২০ ০০:০০ টা

আমেরিকায় মৃতদের নামেও ১.৪ বিলিয়ন ডলারের চেক

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত আমেরিকানদের জন্যে ফেডারেল তহবিল থেকে মাথাপিছু ১২০০ ডলারের যে চেক ইস্যু করা হয়েছে, তার মধ্যে অন্তত: ১.৪ বিলিয়ন ডলারের (প্রায় ১২ হাজার ৭০  কোটি টাকা) চেক ছিল মৃত ব্যক্তিদের নামে। অর্থাৎ ২০১৮-১৯ সালের আয়-ব্যয়ের ট্যাক্স রিটার্নকারিদের মধ্যে করোনা স্টিমুলাস প্রোগ্রামের চেক ইস্যু করা হয়। এতে ট্যাক্স প্রদানের পর যারা মারা গেছেন, তাদের নামেও চেক ইস্যু হয়েছে। ফেডারেল প্রশাসনের ‘দ্য একাউন্টেবিলিটি অফিস’র পক্ষ থেকে বিস্তারিত পর্যালোচনার পর বৃহস্পতিবার এ তথ্য উদঘাটিত হয়েছে। স্বাধীন ও নিরপেক্ষ এই সংস্থার পর্যালোচনা-প্রতিবেদনে আরো মন্তব্য করা হয়েছে, করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারিতে সাধারণ মানুষের মতো গোটা প্রশাসনে এক ধরনের অস্থিরতা এবং হ-য-ব-র-ল অবস্থা তৈরী হয়। তারই পরিপ্রেক্ষিতে বেকার হওয়া লোকজনের কাছে সরাসরি চেক পাঠাতে গিয়ে এমন বিভ্রাট হয়েছে। জানা গেছে, করোনার পরিপ্রেক্ষিতে বেকার লোকজনকে অর্থ সহায়তা প্রদানের জন্যে কংগ্রেসে যখন ‘কেয়ারস এ্যাক্ট’র খসড়া করা হচ্ছিল, তখোনই আইআরএস’র অধীনস্থ একটি সংস্থা প্রশ্নের উদ্রেক করে যে, মার্চ পর্যন্ত অনেক আমেরিকানের মৃত্যু হয়েছে। এমন তথ্য তারা অর্থ মন্ত্রণালয়কেও জানিয়েছে। কিন্তু তার আগেই অর্থমন্ত্রীর পক্ষ থেকে হোয়াইট হাউজে জানানো হয় যে, কেয়ারস এ্যাক্টের আওতায় মঞ্জুরীকৃত অর্থের দ্রুত ছাড় দিতে হবে। যতদ্রুত সম্ভব তা পৌঁছাতে হবে আর্থিকভাবে হতাশায় পড়া লোকজনের কাছে। করোনা স্টিমুলাস প্রোগ্রামের আওতায় ১৬০ মিলিয়ন তথা ১৬ কোটি আমেরিকানের নামে ২৬৯.৩ বিলিয়ন ডলারের চেক ইস্যু করা হয়েছে বলে গভর্নমেন্ট একাউন্টেবিলিটি অফিস জানায়। এই সংস্থার পক্ষ থেকে অনুমান করা হচ্ছে যে, ইস্যুকৃত চেকের সিংহভাগই ফেরৎ আসেনি কিংবা সরাসরি ব্যাংক একাউন্টেও জমা হয়েছে। একাউন্ট হোল্ডার মারা গেলে সেই চেক ব্যাংকে জমা হবার কথা নয় কিংবা মৃত ব্যক্তির নামে ডাকযোগে চেক পাঠানো হলে সেগুলোও ফেরৎ আসার কথা।

সর্বশেষ খবর