শনিবার, ২৭ জুন, ২০২০ ০০:০০ টা

ফের বেড়েছে করোনার প্রকোপ

ইউরোপে কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো ফের করোনার প্রকোপ বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রেও এপ্রিলের পর এক দিনে রেকর্ড ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। ইউরোপজুড়ে বিধিনিষেধ শিথিল হওয়ায় সেখানে প্রতি সপ্তাহে সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে গত বুধবার এক দিনেই সর্বোচ্চ ৩৬ হাজার ৮৮০ জনের ভাইরাস শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে নতুন সংক্রমণের এই হার মূলত দেখা যাচ্ছে, সাউথ এবং ওয়েস্ট ফ্লোরিডা, ওকলাহোমা, সাউথ ক্যারোলাইনা এবং টেক্সাসে। এ রাজ্যগুলো এক দিনে সর্বোচ্চ আক্রান্তের ওই সংখ্যা জানিয়েছে।

সর্বশেষ খবর