রবিবার, ২৮ জুন, ২০২০ ০০:০০ টা
ট্রাম্পের স্বপ্নে বাদ সাধল আদালত

সামরিক খাতের অর্থে সীমান্তে দেয়াল নয়

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

সামরিক খাতের অর্থে সীমান্তে দেয়াল নয়

পেন্টাগণের জন্যে বরাদ্দকৃত ২.৫ বিলিয়ন ডলার মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে দেয়াল নির্মাণে ব্যয় করার কোনো এখতিয়ার নেই ট্রাম্প প্রশাসনের। শুক্রবার এমন একটি রুলিং দিয়েছে ‘নবম ইউএস সার্কিট কোর্ট অব আপিল।’ বহুল আলোচিত প্রেসিডেন্ট ট্রাম্পের সেই দেয়াল নির্মাণে সুনির্দিষ্টভাবে কোনো অর্থের অনুমোদন দেয়নি মার্কিন কংগ্রেস। এ অবস্থায় ‘বেপরোয়া’ হয়ে ট্রাম্প প্রতিরক্ষা খাতের জন্যে আড়াই বিলিয়ন ডলারকে ‘বিশেষ জরুরি প্রয়োজন’ দেখিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করেন ট্রাম্প। আপিল কোর্টের ২-১ ভোটে প্রদত্ত এই রুলিংয়ে জানিয়ে দেওয়া হয়েছে, কংগ্রেস অনুমোদিত অর্থ অন্য খাতে ব্যয়ের এখতিয়ার ট্রাম্প প্রশাসনের নেই। যা করা হয়েছে তা যুক্তরাষ্ট্রের সংবিধানের পরিপন্থী বলেও মন্তব্য করেছেন আদালত। শুধু তাই নয়, ওই ঘটনাকে সম্পূর্ণ বেআইনি হিসেবেও অভিহিত করা হয়েছে। রুলিংয়ে বলা হয়েছে, ‘মঞ্জুরিকৃত অর্থ এক খাত থেকে অন্যখাতে স্থানান্তরের অনুমোদন কখনোই নির্বাহী ব্রাঞ্চকে প্রদান করেনি যুক্তরাষ্ট্রের সংবিধান।’ এই অর্থ সুনির্দিষ্ট প্রয়োজনে ব্যয়ের কথা বলা হয়েছে। অথচ প্রয়োজনীয় কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিরেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে সেই অর্থ ট্রাম্প প্রশাসন তুলে নিয়েছেন সীমান্তে দেয়াল নির্মাণের জন্যে। উল্লেখ্য, গত বছর ক্যালিফোর্নিয়ার ফেডারেল কোর্ট প্রদত্ত রায়ের পরিপূরক এ রুলিং এল। ওই মামলা করা হয়েছিল ক্যালিফোর্নিয়াসহ সীমান্তবর্তী স্টেটগুলোর সম্মিলিত উদ্যোগে। আপিল কোর্টের এই রুলিংয়ে স্বাগত জানিয়ে ক্যালিফোর্নিয়া স্টেটের এটর্নি জেনারেল জেভিয়ার বিসেরা বলেন, ‘আজ আদালত পুনরায় প্রেসিডেন্ট ট্রাম্পকে স্মরণ করিয়ে দিলেন যে, কেউই আইনের ঊর্ধ্বে নন।’ ‘আমরা আদালতকে ধন্যবাদ জানাচ্ছি যে, ট্রাম্পকে অন্য খাতের তহবিল বেআইনিভাবে ব্যয়ের প্রবণতা থেকে বিরত থাকার নির্দেশ দিলেন।’

প্রসঙ্গত উল্লেখ যে, সীমান্তে দেয়াল নির্মাণের জন্যে বারবার অনুরোধ সত্ত্বেও কংগ্রেস থেকে সাড়া না পেয়ে গতবছর প্রেসিডেন্ট ট্রাম্প সীমান্ত এলাকায় ‘ন্যাশনাল ইমার্জেন্সি’ ঘোষণা করে প্রতিরক্ষা খাতের ওই তহবিল দিয়ে দেয়াল নির্মাণ শুরু করেন। ২০১৬ সালে প্রেসিডেন্ট পদের প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণাকালেই মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অঙ্গীকার করেছিলেন ট্রাম্প। এই রায়ের বিরুদ্ধে ট্রাম্প এখন সুপ্রিম কোর্টে আপিল করার সুযোগ পাবেন।

সর্বশেষ খবর