রবিবার, ২৮ জুন, ২০২০ ০০:০০ টা

করোনা নিয়ে গুরুতর সমস্যায় যুক্তরাষ্ট্র

- ড. ফাউচি

করোনা নিয়ে গুরুতর সমস্যায় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ১৬টি অঙ্গরাজ্যে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশটির শীর্ষ সংক্রামক বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি বলেছেন, ভাইরাসটি নিয়ে যুক্তরাষ্ট্র গুরুতর সমস্যায় রয়েছে। এপ্রিলের পর হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্ক ফোর্সের প্রথম ব্রিফিংয়ে তিনি এ কথা বলেছেন বলে জানিয়েছে বিবিসি। ফাউচি বলেছেন, সবাই একসঙ্গে সংক্রমণ ঠেকাতে পারলেই কেবল যুক্তরাষ্ট্র থেকে নতুন করোনাভাইরাসকে দূর করা যাবে। ব্রিফিংয়ে প্রাণঘাতী এ ভাইরাসের বিস্তার মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা রুখতে ‘আরও কার্যকর পদক্ষেপ’ নেওয়ার ওপর জোর দিলেও দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স কভিড-১৯ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ‘অগ্রগতির’ প্রশংসা করেছেন। অথচ বৃহস্পতিবারই দেশটিতে এক দিনে সর্বোচ্চ ৪০ হাজার ১৭৩ রোগী শনাক্ত হয়েছে বলে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ টালিতে দেখা যাচ্ছে।

সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ২৪ লাখ পেরিয়ে গেছে, মৃত্যু ছাড়িয়েছে এক লাখ ২৫ হাজার। এ সংখ্যা বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়ে বেশি। 

শুক্রবারের ব্রিফিংয়ে হোয়াইট হাউস টাস্ক ফোর্সের সদস্যরা উপসর্গ না থাকলেও তরুণদের ভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় অংশ নিতে অনুরোধ করেছেন। সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে সংক্রমণ ও হাসপাতালে রোগী ভর্তির ঊর্ধ্বগতি দেখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই টাস্ক ফোর্সে ব্রিফিং আয়োজন করতে বলেছেন বলে পেন্স জানিয়েছেন। প্রাণঘাতী এ ভাইরাসের প্রকোপ বাড়ায় এরই মধ্যে টেক্সাস, ফ্লোরিডা ও অ্যারিজোনা অঙ্গরাজ্য অর্থনীতি সচলে বিধিনিষেধ আরও শিথিলের পথ থেকে সরে এসেছে। অনেকে বলছেন, শনাক্তকরণ পরীক্ষার আওতা বাড়ায় রোগীর সংখ্যা বাড়ছে। কিন্তু কর্মকর্তারা জানিয়েছেন, তারা কিছু কিছু এলাকায় পরীক্ষা অনুপাতে শনাক্ত রোগীর সংখ্যাও বেশি পাচ্ছেন। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা এখন বলছেন, দেশটিতে প্রকৃত আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের ১০ গুণ পর্যন্ত হতে পারে। ব্রিফিংয়ের শুরুতে হোয়াইট হাউস করোনাভাইরাস টাস্ক ফোর্সের সমন্বয়ক ড. ডেবোরাহ বার্ক্স নির্দেশনা মেনে চলায় তরুণদের ধন্যবাদ জানান। ‘আগে আমরা তাদের ঘরে থাকতে বলেছিলাম, এখন তাদের নিজেদের দেহে ভাইরাসের উপস্থিতি আছে কি না, তা পরীক্ষা করাতে বলছি,’ বলেছেন তিনি।  শনাক্তকরণ পরীক্ষার নির্দেশনায় ‘বড় ধরনের পরিবর্তন আসায়’ কর্মকর্তারা এখন উপসর্গবিহীন এবং মৃদু আক্রান্তদেরও চিহ্নিত করতে পারবেন বলে জানিয়েছেন এ মার্কিন বিশেষজ্ঞ।

সর্বশেষ খবর