রবিবার, ২৮ জুন, ২০২০ ০০:০০ টা

নয়া দিল্লির দিকে পঙ্গপাল

করোনাভাইরাস মহামারী পরিস্থিতিতে ভারতের রাজধানী দিল্লির পরিস্থিতি এমনিতেই নাজুক। এ অবস্থার মধ্যে গতকাল দুপুরে দক্ষিণ দিল্লিতে কয়েক কোটি পঙ্গপাল হানা দিয়েছে। এর আগে একইদিন সকালে পঙ্গপাল অবস্থান করছিল নয়াদিল্লির উপকণ্ঠ গুরুগ্রামে। দুপুরের দিকে তা ছতরপুরের আকাশ ছেয়ে যায়। খবর নিউজ এইটিন।  দিল্লি রাজ্য সরকারের পরিবেশমন্ত্রী গোপাল রাই দিল্লি ও আশেপাশের এলাকায় হাই অ্যালার্ট জারি করেছেন এবং প্রশাসনকে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, পঙ্গপাল প্রথমেই ফসলের উপর হামলা চালাতে পারে।

সর্বশেষ খবর