সোমবার, ২৯ জুন, ২০২০ ০০:০০ টা

আক্রান্ত হলে মিলবে ৩ হাজার মার্কিন ডলার!

আক্রান্ত হলে মিলবে ৩ হাজার মার্কিন ডলার!

করোনা মহামারীর মধ্যেই মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান দিল অদ্ভূত এক ঘোষণা। পর্যটক বাড়াতে এ মহামারীর সময়ে দেশটির এমন ঘোষণা চমকে যাওয়ার মতোই বটে। কেউ দেশটিতে ঘুরতে গিয়ে যদি করোনাভাইরাসে আক্রান্ত হন তাহলে তাদের দেওয়া হবে ৩ হাজার মার্কিন ডলার! দেশটির প্রেসিডেন্ট শ্যাভক্যাত মিরজিয়েভ সম্প্রতি এ সংক্রান্ত একটি আদেশে সই করেছেন। করোনা মহামারীর এ সময়ে পর্যটক টানতে উজবেকিস্তানের এ উদ্যোগ বেশ আলোচনার জন্ম দিয়েছে। দেশটিতে ভ্রমণ করতে গেলে কেউ আক্রান্ত হবে না এমন আত্মবিশ্বাস থেকে এ ঘোষণা। খবর ইনসাইডার ডট কমের। উজবেকিস্তানের মোট জনসংখ্যা ৩ কোটি ৩০ লাখ। সঠিক সময়ে কঠোর লকডাউন আরোপ করার ফলে দেশটিতে করোনায় মাত্র ১৯ জনের মৃত্যু হয়েছে। কম মৃত্যুর কারণে আত্মবিশ্বাস থেকে ‘সেফ ট্র্যাভেল গ্যারান্টেড’ ক্যাম্পেইন শুরু করেছে দেশটি। এর আওতায় কেউ যদি দেশটিতে ভ্রমণে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হন তবে তিনি ৩ হাজার মার্কিন ডলার পাবেন। উজবেকিস্তানে করোনার চিকিৎসার আনুমানিক খরচ প্রায় ৩ হাজার ডলার। ওই পরিমাণ অর্থ দেওয়ার কারণই হলো কেউ আক্রান্ত হলে যেন যথাযথভাবে চিকিৎসা নিতে পারেন। 

যুক্তরাজ্যে দেশটির ভ্রমণবিষয়ক দূত হিসেবে কর্মরত সোপি ইবস্টন বলেন, ‘আমরা পর্যটকদের আশ্বস্ত করতে চাই, তারা কোনো চিন্তা ছাড়াই উজবেকিস্তান আসতে পারেন।’ করোনাভাইরাসের সংক্রমণের জেরে ক্ষতির মুখে পড়েছে উজবেকিস্তানের পর্যটন শিল্প। সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে নানা সতর্কতা অবলম্বন করেই পর্যটক টানতে চাইছে দেশটি।

সর্বশেষ খবর