সোমবার, ২৯ জুন, ২০২০ ০০:০০ টা

সীমান্তে মার্শাল আর্ট প্রশিক্ষক পাঠাচ্ছে চীন

সেনা সদস্যদের মার্শাল আর্ট শেখাতে সীমান্ত এলাকায় প্রশিক্ষক পাঠাচ্ছে চীন। তারা অন্তত ২০ জন প্রশিক্ষককে তিব্বতে পাঠাচ্ছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি বেইজিং। লাদাখ সীমান্তে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এ খবর এল। খবর বিবিসি।

গত ১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে ভারতের ২০ সেনা প্রাণ হারান, আহত অন্তত ৭৬। শারীরিক লড়াইয়ে প্রতিপক্ষকে সহজে পরাস্ত করতেই চীনা সেনাদের মার্শাল আর্টের উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, এনবো ফাইট ক্লাবের ২০ জন মার্শাল আর্ট প্রশিক্ষককে তিব্বতের রাজধানী লাসায় নিয়ে যাওয়া হবে।

 তবে তারা ভারত সীমান্তে মোতায়েন সেনাদের প্রশিক্ষণ দেবেন কিনা সে বিষয় কিছু জানানো হয়নি। সূত্র : বিবিসি

সর্বশেষ খবর