মঙ্গলবার, ৩০ জুন, ২০২০ ০০:০০ টা

করোনার নতুন উপসর্গ সর্দির সঙ্গে বমি ভাব

করোনার নতুন উপসর্গ সর্দির সঙ্গে বমি ভাব

ঠিক ছয় মাস আগে করোনা নামের নতুন ভাইরাসের নাম জানতে পারে বিশ্ব। আর এই সময়েই পৃথিবীর সব মানুষকে ভয়ে আড়ষ্ট করে রেখেছে ভাইরাসটি। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক কোটির বেশি মানুষ। মারা গেছেন পাঁচ লক্ষাধিক। অদৃশ্য এই ব্যাধির দাপটে কার্যত বেসামাল অবস্থা আমজনতার। দফায় দফায় লকডাউন, কারফিউ জারি রেখেও মিলছে না রেহাই। গোটা বিশ্বে ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। মানবজাতির এই সংকটময় পরিস্থিতিতে করোনার সংক্রমণ নিয়ে নতুন করে আশঙ্কার কথা শোনাল মার্কিন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রকবিষয়ক সংস্থা ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভিশন (সিডিসি)’। করোনার উপসর্গ হিসেবে সিডিসির তালিকাভুক্ত নতুন তিনটি উপসর্গ হলো, ১. সর্দি ২. বমি বমি ভাব এবং ৩. ডায়েরিয়া। আর এ নিয়ে করোনার সংক্রমণের প্রাথমিক উপসর্গ হিসেবে ১২টি বিষয়কে সিডিসির তালিকায় যুক্ত করা হলো। তবে এখানেই শেষ নয়। এতদিন সিডিসির তালিকায় করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার প্রাথমিক উপসর্গ হিসেবে যুক্ত ছিল, শ্বাসকষ্ট, গলাব্যথা, ক্লান্তিভাব, মাথা ও গা-হাত-পা ব্যথা।

সর্বশেষ খবর