মঙ্গলবার, ৩০ জুন, ২০২০ ০০:০০ টা

জুলাইয়ের মধ্যেই রাফাল যুদ্ধবিমান পাচ্ছে ভারত

জুলাইয়ের মধ্যেই রাফাল যুদ্ধবিমান পাচ্ছে ভারত

আসছে জুলাইয়ের মধ্যেই ফ্রান্সে তৈরি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমানের প্রথম ব্যাচ হাতে পাচ্ছে ভারত। প্রথম চালানে চার থেকে ছয়টি যুদ্ধবিমান থাকতে পারে। সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া গতকাল এ খবর দিয়েছে। লাদাখ সীমান্তে প্রতিবেশী চীনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য নেক্সট জেনারেশন মিটিয়র ক্ষেপণাস্ত্র ও স্কালপ ক্রুজ ক্ষেপণাস্ত্রে সজ্জিত দুর্ভেদ্য অস্ত্র ব্যবস্থাসংবলিত অত্যাধুনিক যুদ্ধবিমান হচ্ছে রাফাল। এ ধরনের ৩৬টি যুদ্ধবিমান পেতে ভারত ২০১৬ সালের সেপ্টেম্বরে ফ্রান্সের সঙ্গে ৫৯ হাজার কোটি রুপির একটি চুক্তি স্বাক্ষর করে।

সর্বশেষ খবর