মঙ্গলবার, ৩০ জুন, ২০২০ ০০:০০ টা

ইতিহাসের কঠিনতম সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ইরান

-হাসান রুহানি

ইরানের ইতিহাসে চলতি বছর সবচেয়ে কঠিনতম বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট। এ জন্য যুক্তরাষ্ট্রের অবরোধ ও করোনাভাইরাসের মহামারী দায়ী বলেও উল্লেখ করেন তিনি। স্থানীয় সময় রবিবার রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত এক বিবৃতিতে এসব কথা বলেন প্রেসিডেন্ট রুহানি।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ২০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১০ হাজারের অধিক। করোনা দেশটির অর্থনীতিতে বড় ধাক্কা দিয়েছে। আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কারণে তেহরানের ওপর মার্কিন অবরোধ অব্যাহত রয়েছে। ফলে এ দুইয়ে ইরান আসলেই যে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে তা দেশটির প্রেসিডেন্টের কথায় স্পষ্ট।

সর্বশেষ খবর