শিরোনাম
মঙ্গলবার, ৩০ জুন, ২০২০ ০০:০০ টা

লকডাউন আরও শিথিল করছে কাতার

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জারি করা লকডাউনের কড়াকড়ি আরও শিথিলের সিদ্ধান্ত নিয়েছে কাতার। আগামী জুলাই থেকে সেখানে ফের খুলে দেওয়া হচ্ছে সব রেস্টুরেন্ট, সৈকত ও পার্ক। খবর রয়টার্স। কাতারের স্বাস্থ্য কর্তৃপক্ষ গতকাল জানিয়েছে, দেশটিতে নতুন করে ৬৯৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ হাজার ১০৬ জন, নতুন তিনজনসহ মোট মারা গেছেন ১১৩ জন। উপসাগরীয় ছয়টি দেশের মধ্যে আক্রান্তের সংখ্যার বিচারে কাতারের অবস্থান দ্বিতীয়।

সর্বশেষ খবর