বুধবার, ১ জুলাই, ২০২০ ০০:০০ টা

করোনা ভয়ে ট্রাম্প!

করোনা ভয়ে ট্রাম্প!

প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের লেখা বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। ‘দ্য রুম হোয়্যার ইট হ্যাপেন্ড’ শীর্ষক বইটিতে বোল্টন বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প বেশির ভাগ সিদ্ধান্তই নেন আগামী নির্বাচনে আবার জিতে আসার কথা মাথায় রেখেই। তবে এ নির্বাচনে জয়লাভ করার জন্যই এখন করোনাভাইরাসকে ভয় পাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ ভয়ের পরিপ্রেক্ষিতে নাটকীয়ভাবে বাড়ানো হয়েছে করোনা থেকে ট্রাম্পকে সুরক্ষার ব্যবস্থা।

বেশি সংক্রমিত কোনো এলাকায় প্রেসিডেন্ট ট্রাম্প যাওয়ার আগে ভেন্যুগুলো ভালোভাবে পরিদর্শন করছেন নিরাপত্তা ও মেডিকেল টিমের সদস্যরা। বাথরুম থেকে মঞ্চ সবখানে জীবাণু ধ্বংস করা হচ্ছে। করোনা টেস্টে নেগেটিভ ব্যক্তিরাই কেবল প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ বা সংস্পর্শে আসার সুযোগ পাচ্ছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর