বুধবার, ১ জুলাই, ২০২০ ০০:০০ টা

চীন যাচ্ছে হুর বিশেষজ্ঞ দল

চীন যাচ্ছে হুর বিশেষজ্ঞ দল

প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্তের ছয় মাস পেরিয়ে যাওয়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অতি-সংক্রামক এ ভাইরাসের উৎস খুঁজতে আবারও একটি বিশেষজ্ঞ দল চীনে পাঠানোর ঘোষণা দিয়েছে।

বিশ্বজুড়ে পাঁচ লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নেওয়া এ ভাইরাসের উৎস তদন্তে ডব্লিউএইচওর বিশেষজ্ঞ দল শিগগিরই চীন যাবে। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, ভাইরাসটির সংক্রমণের শুরুসহ আমরা যখন এটি সম্পর্কে সবকিছু জানতে পারব, তখন আমরা আরও ভালোভাবে লড়াই চালাতে পারব। এটি প্রস্তুত করার জন্য আগামী সপ্তাহে আবারও একটি বিশেষজ্ঞ দল চীনে পাঠাব। চীনের মধ্যাঞ্চলের হুবেই প্রদেশের উহানের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকে ছয় মাস আগে এ ভাইরাসটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।

সর্বশেষ খবর